সুন্দরবন বাদ পড়ার আগেই রামপাল প্রকল্প বন্ধের আহ্বান


প্রকাশিত: ০৩:১৭ এএম, ০৮ মে ২০১৭

তেল-গ্যাস-খনিজ সম্পদ ও বিদ্যুৎ-বন্দর রক্ষা জাতীয় কমিটি আহ্বান জানিয়েছে, ইউনেসকোর বিশ্ব ঐতিহ্যের তালিকা থেকে সুন্দরবনের নাম বাদ হওয়ার আগেই যেন রামপাল প্রকল্প বন্ধ করা হয়।

রোববার সন্ধ্যায় কমিটির এক জরুরি সভায় এ আহ্বান জানানো হয়।

বক্তারা বলেন, আগামী জুলাইয়ে এই প্রকল্প নিয়ে ইউনেসকোর পর্যালোচনাসভা আছে। তাতে বিশ্ব ঐতিহ্যের তালিকা থেকে সুন্দরবনের নাম বাদ যাওয়ার আশঙ্কা আছে। এমনটা ঘটলে তা বাংলাদেশের জন্য চরম অপমানজনক অবস্থা তৈরি করবে।

রামপাল প্রকল্পের কারণে উপকূলীয় অঞ্চলের ৩৫ থেকে ৪০ লাখ মানুষ উদ্বাস্তু হবে বলেও আশঙ্কা প্রকাশ করেন বক্তারা।

এই প্রকল্পের নেতিবাচক প্রভাব কেবল উপকূলীয় এলাকায় কিংবা বাংলাদেশে সীমাবদ্ধ থাকবে না বলেও উদ্বেগ প্রকাশ করেন বক্তারা।

আগামী ১৩ মে দেশব্যাপী প্রতিবাদ দিবস পালনেরও সিদ্ধান্ত হয় সভায়।

এনএফ/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।