হজযাত্রী পরিবহনে বিমানকে সর্বোচ্চ সতর্কতার নির্দেশ


প্রকাশিত: ১২:৫০ পিএম, ৩০ আগস্ট ২০১৪

বিমানের  হজযাত্রীরা যাতে কোনো ধরণের বিড়ম্বনার শিকার না হন সে বিষয়ে বিমান বাংলাদেশকে সর্বোচ্চ সতর্ক থাকার আহবান জানিয়েছে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী রাশেদ খান মেনন। শনিবার ঢাকায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর পরিদর্শনকালে সংশ্লিষ্টদের সতর্ক করে তিনি এ আহবান জানান।

তিনি বলেন, বিমানের  হজযাত্রীরা যাতে কোনো ধরণের বিড়ম্বনার শিকার না হন সে বিষয়ে  বিমান বাংলাদেশকে সর্বোচ্চ সতর্ক থাকতে হবে। এ ব্যাপারে কোন অভিযোগ পাওয়া গেলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে।

মন্ত্রী বিমানের জন্য অপেক্ষমান হজ যাত্রীদের সঙ্গে কুশল বিনিময় করেন। তিনি বিমানের কাস্টমার সার্ভিসসহ আন্তর্জাতিক কাউন্টার ঘুরে দেখেন। এ সময় বিমানের ভারপ্রাপ্ত ব্যবস্থাপনা পরিচালক মো. মোসাদ্দেক উপস্থিত ছিলেন।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।