ভারতের প্রয়োজনেই আশুগঞ্জের উন্নয়ন দরকার : ত্রিপরার ডিপুটি স্পীকার


প্রকাশিত: ১১:৫১ এএম, ৩০ আগস্ট ২০১৪

ভারতের সেভেন সিস্টারের প্রয়োজনেই বাংলাদেশের আশুগঞ্জ বন্দরের অবকাঠামো উন্নয়ন দরকার বলে জানিয়েছেন ত্রিপুরার বিধান সভার ডিপুটি স্পীকার পবিত্রকর। শনিবার দুপুর দেড়টার দিকে ঢাকা থেকে ত্রিপুরা যাওয়ার পথে আশুগঞ্জে হোটেল উজান ভাটিতে যাত্রা বিরতিকালে তিনি এ কথা জানান।

তিনি বলেন, ভারত-বাংলাদেশের অকৃত্রিম বন্ধু এবং প্রতিবেশী দেশ। তাই আশুগঞ্জ আন্তর্জাতিক বন্দরের অবকাঠামো উন্নয়নে ভারত আগেও অর্থায়ন করেছে এবং বর্তমানে আশুগঞ্জ বন্দরের আইসিটি নির্মানে ভারতীয় বিশেষজ্ঞ ফার্ম কাজ  করছে।

আইসিটি নির্মানে কি পরিমাণ টাকা লাগবে তা যাচাই-বাচাই চলছে। যাচাই-বাছাই শেষ হলে টাকার পরিমান জানার পরই ভারত এখাতে অর্থ বরাদ্দ করবে বলে তিনি জানান।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।