ইউক্রেনের একটি মালবাহী উড়োজাহাজ বিধ্বস্ত


প্রকাশিত: ১১:২৪ এএম, ৩০ আগস্ট ২০১৪

আলজেরিয়ার দক্ষিণাঞ্চলীয় পার্বত্য এলাকায় ইউক্রেনের একটি বেসামরিক মালবাহী উড়োজাহাজ বিধ্বস্ত হয়েছে। শনিবার আলজেরিয়ার স্থানীয় সময় রাত পৌনে তিনটার দিকে এ দুর্ঘটনা ঘটে।

দেশটির দক্ষিণাঞ্চলীয় তামারাসেট নগরীর বিমানবন্দর থেকে উড্ডয়নের পরপরই মাত্র ১৫ কিলোমিটার দূরে পার্বত্য অঞ্চলে বিধ্বস্ত হয় উড়োজাহাজটি। উড়োজাহাজের সাতজন ক্রুর সবাই মারা যাওয়ার আশঙ্কা প্রকাশ করেছে আলজেরিয়ার রাষ্ট্রীয় সংবাদমাধ্যম।

চার ইঞ্জিন বিশিষ্ট অ্যানটোনোভ এএন-১২ উড়োজাহাজটি পশ্চিম আফ্রিকার দেশ ইক্যুইটোরিয়াল গিনিতে যাওয়ার পথে তামারাসেট বিমানবন্দরে যাত্রাবিরতি করেছিলো।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।