নতুন রাজকুমারীকে ওবামার অভিনন্দন
ব্রিটিশ রাজবধু প্রিন্স উইলিয়ামের স্ত্রী কেট মিডলটন মেয়ে সন্তানের জন্ম দিয়েছেন। নতুন রাজকুমারীর আগমনে ব্রিটিশ রাজপরিবারকে অভিনন্দন জানিয়েছেন বিশ্ব নেতারা।
মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বারাক ওবামাও রাজপরিবারে নতুন সদস্য জন্ম নেয়ায় আনন্দ প্রকাশ করেছেন বলে হোয়াইট হাউস এক বিবৃতিতে জানিয়েছে। সেখানে বলা হয় মিস্টার ওবামা তার এক শুভেচ্ছা বার্তায় বলেন, ‘মিশেল ও আমি ব্রিটিশ ডিউক এবং মহামান্য রানী বাবা-মা হওয়ায় খুবই আনন্দিত। আমেরিকা জনগণের পক্ষ থেকে রাজপরিবার ও তাদের নতুন সদস্যকে অভিনন্দন।’
তিনি আরো বলেন, নতুন সদস্যকে বরণ করে নেয়ার অনুষ্ঠানটি হবে অনেক বেশি আনন্দ আর উপভোগের। সমগ্র ব্রিটেনকে এই উৎসবের জন্য তৈরি হতে আহ্বান করেন ওবামা।
শনিবার বিবিসি অনলাইনের প্রতিবেদনে জানানো হয়, ডাচেস অব কেমব্রিজ ব্রিটেনের স্থানীয় সময় সকাল ৮টা ৩৪ মিনিটে পশ্চিম লন্ডনের সেন্ট মেরি হাসপাতালের লিন্ডো উইংয়ে মেয়ে সন্তানের জন্ম দেন।
নতুন অতিথি হবেন রাজপরিবারের চতুর্থ উত্তরাধিকারী। এর আগে ২০১৩ সালের জুলাইয়ে একই হাসপাতালে উইলিয়াম-কেট দম্পতির প্রথম সন্তান প্রিন্স জর্জ জন্ম নেয়।
এর আগে স্থানীয় সময় ভোর ৬টায় ডাচেস অব ক্যাম্ব্রিজকে লন্ডনের প্যাডিংটনের সেন্ট ম্যারি’স হাসপাতালে ভর্তি করা হয়।
এলএ/আরআই