সৌদি আরবের বিরুদ্ধে গুচ্ছ বোমা ব্যবহারের অভিযোগ
সৌদি আরবের নেতৃত্বাধীন জোটের ইয়েমেনের হুতি বিদ্রোহীদের ওপর সামরিক হামলায় গুচ্ছ বোমা ব্যবহারের অভিযোগ উঠেছে। আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস ওয়াচ এই অভিযোগ তুলেছে।
গুচ্ছ বোমার ব্যবহার বহুলাংশেই নিষিদ্ধ। সংস্থাটি বলছে, ইয়েমেনের উত্তরাঞ্চলীয় সাদা প্রদেশের গ্রামাঞ্চলে যে এই বোমা ব্যবহার করা হয়েছে তার নির্ভরযোগ্য তথ্য প্রমাণ তাদের হাতে রয়েছে।
হিউম্যান রাইটস ওয়াচ বলছে, তাদের কাছে যেসব ছবি ও ভিডিও আছে, সে সব দেখে তাদের ধারণা যে সৌদি আরব ও সংযুক্ত আরব আমীরাতকে যুক্তরাষ্ট্র এসব গুচ্ছ বোমা সরবরাহ করেছে।
পৃথিবীর বহু দেশে গুচ্ছ বোমার ব্যবহার নিষিদ্ধ হলেও সৌদি আরব ও যুক্তরাষ্ট্রে তা নিষিদ্ধ নয়। এর আগেও সৌদি আরবের বিরুদ্ধে এই অভিযোগ ওঠার পর দেশটি তা অস্বীকার করেছিলো। -বিবিসি
আরএস/আরআই