খুলে দেয়া হয়েছে অ্যাকোয়াটিকা


প্রকাশিত: ১১:৪৫ এএম, ০৩ মে ২০১৫

দীর্ঘ এক সপ্তাহ বন্ধ থাকার পর রোববার খুলে দেয়া হয়েছে কলকাতার বিনোদন পার্ক অ্যাকোটিকা। এদিন থেকে পার্কটি খোলার ছাড়পত্র দিয়েছে পুলিশ। গত রোববার মহিলাদের পোশাক পরিবর্তনের ঘর থেকে সিপিটিভি ক্যামেরা উদ্ধার হওয়ার পর থেকেই এই বিনোদন পার্কে তালা ঝুলিয়ে দেয় পুলিশ।

সোমবার ফরেন্সিক দল পার্কে পৌঁছে বিভিন্ন নমুনা সংগ্রহ করে। সেগুলো খতিয়ে দেখা হচ্ছে। এরপরই পার্কের সিসিটিভ ফুটেজ খতিয়ে বেশ কিছু মহিলার পোশাক পরিবর্তনের ছবিও পুলিশের হাতে আসে।

তদন্ত চললেও এক সপ্তাহ পর আপাতত পার্ক খোলার অনুমতি পেয়েছে পেয়েছে কর্তৃপক্ষ। যদিও পুলিশের এই সিদ্ধান্ত নিয়ে বিতর্ক সৃষ্টি হয়েছে।

বিএ/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।