হাটু পানিতে যুবকের মৃত্যু


প্রকাশিত: ১০:৩৫ এএম, ০৩ মে ২০১৫

মাছ ধরতে গিয়ে হাটু পানিতে এক যুবকের অবিশ্বাস্য মৃত্যু হয়েছে। কক্সবাজারের চকরিয়ার মাতামুহুরী নদীর মানিকপুর এলাকায় রোববার ভোররাতে এ ঘটনা ঘটে।

ওই যুবকের নাম আবদুর রহমান (৩৫)। তিনি উপজেলার পূর্ব সুরাজপুর ভিলেজার পাড়ার আবুল কাসেমের ছেলে।

স্থানীয় সূত্র জানায়, বাড়ির কাছে মাতামুহুরী নদীতে অন্যদের সাথে প্রায় মাছ ধরতে যেতেন আবদুর রহমান। শনিবার দিবাগত রাতেও ১০টা থেকে জাল ফেলে মাছ ধরা শুরু করেন তিনি। মাছ ধরতে ধরতে হঠাৎ বুকে ব্যথা অনুভব করেন আবদুর রহমান। একটু পরেই হাটু পানিতে ঢলে পড়েন তিনি। এ অবস্থা দেখে অন্য সঙ্গীরা তাকে উদ্ধার করে চকরিয়া পৌরশহরস্থ বেসরকারি হাসপাতাল জমজমে নিয়ে আসেন। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

যুবকের মৃত্যুর খবর নিশ্চিত করে চকরিয়া থানা পুলিশের অফিসার ইনচার্জ প্রভাষ চন্দ্র ধর চিকিৎসকের উদ্বৃতি দিয়ে বলেন, হৃদক্রিয়া বন্ধ হয়ে মারা গেছে আবদুর রহমান। তার পরিবারের লোকজনও এমনটি দাবি করেছে বলে উল্লেখ করেন ওসি।

সায়ীদ আলমগীর/এমএএস/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।