পঞ্চগড়ে বাসচাপায় নিহত ১
পঞ্চগড় জেলার তেতুলিয়া উপজেলার রণচন্ডি বাবুয়ানীজোত এলাকায় বাসের চাপায় রঞ্জু (২২) নামের এক পথচারী নিহত হয়েছেন। আহত হয়েছেন কমপক্ষে ২৫ জন।
তেতুলিয়া-বাংলাবান্ধা সড়কের রণচন্ডি বাবুয়ানীজোত এলাকায় শনিবার সকালে এ দুর্ঘটনা ঘটে। রঞ্জুর বাড়ি ওই উপজেলার তিরনইহাট ইউনিয়নের রণচন্ডি বাবুয়ানীজোত গ্রামে। তিনি ওই গ্রামের মোর্সেদ আলীর ছেলে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, বাংলাবান্ধা থেকে ছেড়ে আসা সানজিদা পরিবহনের (ঢাকা মেট্রো- জ-১১-১৪৪১) যাত্রীবাহী বাসটি পঞ্চগড় যাচ্ছিল। পথিমধ্যে বাসের চালক মোবাইল ফোনে কথা বলার সময় নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন। বাসটি মহাসড়কের পাশে খাদে পড়ে যায়। এ সময় ওই সড়ক দিয়ে যাওয়ার সময় পথচারী রঞ্জু বাসের নিচে চাপা পড়েন। বাসের যাত্রীরাও গুরুতর আহত হন।
খবর পেয়ে ফায়ার সার্ভিস, বিজিবি ও পুলিশ ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে তেতুলিয়া স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। রঞ্জুসহ গুরুতর আহত তিনজনকে পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে নিয়ে যাওয়ার পথে রঞ্জু মারা যান।
বাসের অধিকাংশ যাত্রী স্কুল-কলেজের শিক্ষার্থী। আহতরা হলেন- রবিউল ইসলাম, ইমান আলী, বিমল চন্দ্র রায়, সুর্বনা, মুন্নি, সুমন, মুক্তা, জহুরা, রফিক, ফাতেমা, জহির উদ্দিন, মোশারফ, বেগম, নার্গিস, রবি, আছিয়া অপু, হাসমত ও রামলাল। তাদের সবার বাড়ি তেতুলিয়া উপজেলার বাংলাবান্ধা ও তিরনইহাট ইউনিয়নে।
তেতুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জুলফিকার মো. আসাদুজ্জামান দুর্ঘটনায় একজন নিহত হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন।