পঞ্চগড়ে বাসচাপায় নিহত ১


প্রকাশিত: ০৯:৫০ এএম, ৩০ আগস্ট ২০১৪

পঞ্চগড় জেলার তেতুলিয়া উপজেলার রণচন্ডি বাবুয়ানীজোত এলাকায় বাসের চাপায় রঞ্জু (২২) নামের এক পথচারী নিহত হয়েছেন। আহত হয়েছেন কমপক্ষে ২৫ জন।

তেতুলিয়া-বাংলাবান্ধা সড়কের রণচন্ডি বাবুয়ানীজোত এলাকায় শনিবার সকালে এ দুর্ঘটনা ঘটে। রঞ্জুর বাড়ি ওই উপজেলার তিরনইহাট ইউনিয়নের রণচন্ডি বাবুয়ানীজোত গ্রামে। তিনি ওই গ্রামের মোর্সেদ আলীর ছেলে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, বাংলাবান্ধা থেকে ছেড়ে আসা সানজিদা পরিবহনের (ঢাকা মেট্রো- জ-১১-১৪৪১) যাত্রীবাহী বাসটি পঞ্চগড় যাচ্ছিল। পথিমধ্যে বাসের চালক মোবাইল ফোনে কথা বলার সময় নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন। বাসটি মহাসড়কের পাশে খাদে পড়ে যায়। এ সময় ওই সড়ক দিয়ে যাওয়ার সময় পথচারী রঞ্জু বাসের নিচে চাপা পড়েন। বাসের যাত্রীরাও গুরুতর আহত হন।

খবর পেয়ে ফায়ার সার্ভিস, বিজিবি ও পুলিশ ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে তেতুলিয়া স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। রঞ্জুসহ গুরুতর আহত তিনজনকে পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে নিয়ে যাওয়ার পথে রঞ্জু মারা যান।

বাসের অধিকাংশ যাত্রী স্কুল-কলেজের শিক্ষার্থী। আহতরা হলেন- রবিউল ইসলাম, ইমান আলী, বিমল চন্দ্র রায়, সুর্বনা, মুন্নি, সুমন, মুক্তা, জহুরা, রফিক, ফাতেমা, জহির উদ্দিন, মোশারফ, বেগম, নার্গিস, রবি, আছিয়া অপু, হাসমত ও রামলাল। তাদের সবার বাড়ি তেতুলিয়া উপজেলার বাংলাবান্ধা ও তিরনইহাট ইউনিয়নে।

তেতুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জুলফিকার মো. আসাদুজ্জামান দুর্ঘটনায় একজন নিহত হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।