ব্রাহ্মণবাড়িয়ায় ভ্রাম্যমাণ আদালতের অভিযানে মাদকদ্রব্য উদ্ধার


প্রকাশিত: ০৫:৩৮ এএম, ০৩ মে ২০১৫

ব্রাহ্মণবাড়িয়ায় ভ্রাম্যমাণ আদালতের বিশেষ অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় মদ, গাঁজা ও পটকা বাজি উদ্ধার হয়েছে। শনিবার দিবাগত রাতে জেলা শহরের হরিজন পল্লিতে অভিযান চালিয়ে এই মাদকদ্রব্য উদ্ধার করা হয়।

অভিযান শেষে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট সাব্বির আহমেদ জাগো নিউজকে জানান, গোপন সংবাদের ভিত্তিতে হরিজন পল্লির একটি বাড়িতে অভিযান চালিয়ে ৩৫১ বোতল ভারতীয় মদ, হুইস্কি, আধা কেজি গাঁজা ও ৪ কার্টুন পটকা বাজি উদ্ধার করা হয়। এসময় ১২ বিজিবি ব্যাটালিয়নের ব্রাহ্মণবাড়িয়া সদর ট্রানজিট ক্যাম্পের কমান্ডার আবদুল মালেক ও অন্যান্য বিজিবি সদস্যরা উপস্থিত ছিলেন।

ক্যাম্প কমান্ডার আবদুল মালেক জানান, উদ্ধারকৃত মাদক দ্রব্যের আনুমানিক মূল্য প্রায় পাঁচ লাখ ৩৫ হাজার ২৫০ টাকা। তবে এ ঘটনায় জড়িত কাউকে আটক করা সম্ভব হয়নি।

আজিজুল আলম সঞ্চয়/এসএস/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।