মিরপুরে দুই শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ


প্রকাশিত: ০৪:২৭ পিএম, ০২ মে ২০১৭

রাজধানীর মিরপুর-১০ এ দুই শতাধিক স্থাপনা উচ্ছেদ করেছে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন (ডিএনসিসি)। মঙ্গলবার দুপুরে কর্পোরেশনের ভ্রাম্যমাণ আদালত এ অভিযান পরিচালনা করে।

ডিএনসিসির নির্বাহী ম্যজিস্ট্রেট মোহাম্মদ সাজিদ আনোয়ার নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়। এ সময় পাকা, আধাপাকা, স্থায়ী স্থাপনার বর্ধিতাংশ, দেয়াল, র্যাম্প, অস্থায়ী শেডসহ বিভিন্ন অবৈধ স্থাপনা ভেঙে দেয়া হয়।

সাজিদ আনোয়ার জাগো নিউজকে বলেন, ‘অভিযানের ফলে বিশাল এলাকা অবৈধ দখলমুক্ত হওয়ায় ডিএনসিসির নির্মাণাধীন রাস্তা প্রশস্ত করা সম্ভব হবে। দীর্ঘদিন ধরে অবৈধ দখলের ফলে এ এলাকার রাস্তাঘাট প্রশস্তকরণ কাজ থেমে ছিল। বর্তমান মেয়রের উদ্যোগে উচ্ছেদ কর্মসূচি সফলভাবে সম্পন্ন হয়েছে।

অভিযানে উপস্থিত ছিলেন স্থানীয় ওয়ার্ড কাউন্সিলর মো. মোবাশ্বের চৌধুরী, মো. রজ্জব হোসেন, কাজী জহিরুল ইসলাম মানিক, ডিএনসিসির প্রধান প্রকৌশলী ব্রিগেডিয়ার জেনারেল মো. সাঈদ আনোয়ারুল ইসলাম, প্রধান সম্পত্তি কর্মকর্তা মো. আমিনুল ইসলাম, তত্ত্বাবধায়ক প্রকৌশলী (পুর) মো. শরিফ উদ্দিন, তত্ত্বাবধায়ক প্রকৌশলী (যান্ত্রিক) লে. কর্নেল এমএম সাবের সুলতান, তত্ত্বাবধায়ক প্রকৌশলী (বিদ্যুৎ) লে. কর্নেল মো. আজাদুর রহমানসহ ডিএনসিসির ঊর্ধ্বতন কর্মকর্তারা।

এমএসএস/জেএইচ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।