সরকারই গণমাধ্যমের স্বাধীন পরিবেশ তৈরি করবে : টিআইবি


প্রকাশিত: ০৯:১০ এএম, ০২ মে ২০১৭

গণমাধ্যমের স্বাধীন পরিবেশ তৈরির জন্য সরকারকেই মৌলিক দায়িত্ব পালন করতে হবে বলে মন্তব্য করেছেন ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের (টিআইবি) নির্বাহী পরিচালক ইফতেখারুজ্জামান। মঙ্গলবার রাজধানীর ধানমন্ডি টিআইবির কার্যালয়ে ‘এসডিজি ১৬ ও সুশাসন : সরকার, গণমাধ্যম ও জনগণ’ শীর্ষক সংলাপে তিনি এ মন্তব্য করেন।

তিনি বলেন, সমালোচকদেরকে শুভাকাঙ্ক্ষী হিসেবেই ভাবতে হবে। সরকারের মধ্যে এই মানসিকতা সৃষ্টি করতে হবে। যারা গণমাধ্যমের স্বাধীন বিকাশের অন্তরায় সৃষ্টি করে, ইতিহাস পর্যালোচনা করে দেখা গেছে তারা সাময়িক সুবিধা লাভ করলেও দীর্ঘমেয়াদে তা তাদের জন্যই ক্ষতিকর হয়। চূড়ান্ত বিচারে এটা বুমেরাং হয়।

সভাপতির বক্তব্যে সাবেক প্রধান নির্বাচন কমিশনার এ টি এম শামসুল হুদা বলেন, স্বাধীন গণমাধ্যম নিশ্চিত করতে হলে রাষ্ট্রীয় কাঠামোগত পরিবর্তন করতে হবে। ক্ষমতায় যাওয়ার আগে দলগুলো অনেক কিছু বলে। কিন্তু যখন ক্ষমতায় যায়, তখন দলগুলো চায় রাষ্ট্রীয় সংস্থাগুলো যেন তাদের হয়ে কাজ করে। এই মানসিকতার পরিবর্তন জরুরি।

‘বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস’ উপলক্ষে আয়োজিত এ সংলাপে অন্যান্যদের মধ্যে গণমাধ্যম ব্যক্তিত্ব আফসান চৌধুরী, কলামিস্ট মুহম্মদ জাহাঙ্গীর, সংস্থাটির উপ-নির্বাহী পরিচালক সুমাইয়া খায়ের প্রমুখ উপস্থিত ছিলেন।

এইউএ/আরএস/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।