উত্তর-দক্ষিণাঞ্চলের সব বিদ্যুৎকেন্দ্রের উৎপাদন বন্ধ

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৭:৩৬ এএম, ০২ মে ২০১৭

জাতীয় গ্রিডের আশুগঞ্জ-সিরাজগঞ্জ ও ঘোড়াশাল-ঈশ্বরদী ২৩০ কেভি সঞ্চালন লাইন ট্রিপ করায় দেশের উত্তর ও দক্ষিণ অঞ্চলের সব বিদ্যুৎকেন্দ্রের উৎপাদন বন্ধ রয়েছে।

মঙ্গলবার বেলা ১১টা থেকে উৎপাদন বন্ধ হয়েছে। আজ বিকেলের দিকে পরিস্থিতি স্বাভাবিক হতে পারে বলে জানা গেছে।

পাওয়ার গ্রিড কোম্পানি অব বাংলাদেশের(পিজিসিবি) একজন ঊর্ধ্বতন কর্মকর্তা জাগো নিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, লাইন মেরামতের কাজ চলছে। বিকেলের মধ্যে পরিস্থিতি স্বাভাবিক হবে বলে আশা করছি।

জানা যায়, সোমবার রাতে কালবৈশাখী ঝড়ের কারণে মেইন গ্রিডে গাছপালা ভেঙে পড়ায় সকালে জাতীয় গ্রিড ট্রিপ করে। বিদ্যুৎ উৎপাদন বন্ধ হয়ে যাওয়ায় বরিশাল, রাজশাহী, খুলনা ও রংপুর জোনে বিদ্যুৎ সরবরাহ বন্ধ আছে।

এমএসএস/এআরএস/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।