মিছিল শোভাযাত্রায় মে দিবস পালন করছেন শ্রমিকরা


প্রকাশিত: ০৬:৫৬ এএম, ০১ মে ২০১৭

রাজধানী জুড়ে মিছিল আর সভা সমাবেশের মধ্য দিয়ে মহান মে দিবস পালন করছেন শ্রমিকরা। সোমবার সকালে জাতীয় প্রেসক্লাবের সামনে প্রায় অর্ধশত শ্রমিক সংগঠন মিছিল ও শোভাযাত্রা বের করে। অনেকে ট্রাকে স্টেজ সাজিয়ে বক্তৃতাও করেছেন।

দেখা দেখা যায়, শ্লোগানে শ্লোগানে মুখরিত প্রেসক্লাব। সবাই যার যার অবস্থান থেকে নিজেদের দাবি দাওয়া তুলে ধরছে। লাল পতাকা শোভিত ব্যানার, ফেস্টুন হাতে মিছিল করেছেন।

কয়েকজনের মিছিলকারির সংগে কথা বলে জানা গেছে, শ্রমের মর্যাদা চান তারা। এ সময় র‌্যালির পাশাপাশি শ্রমিকরা তাদের ন্যূনতম মজুরি নির্ধারণসহ বিভিন্ন দাবি দাওয়ার কথাও বলেছেন।

দেখা যায়, বিভিন্ন রাজনৈতিক ও শ্রমিক সংগঠনের নেতাকর্মীরা সকাল থেকেই খণ্ড খণ্ড মিছিল নিয়ে জাতীয় প্রেসক্লাবের সামনে জড়ো হতে থাকেন। সমমনা কিছু সংগঠন একত্রিত হয়ে আবার কিছু সংগঠন নিজ নিজ ব্যানারে কর্মসূচি পালন করেছে।

may

একটি সংগঠন কর্মসূচি শেষ করার পর একই স্থানে অন্য কোনও সংগঠন অবস্থান নিয়ে কর্মসূচি পালন করেছে। শ্রমিক জনতার জমায়েতে বেলা সাড়ে ১১টা থেকে ঘন্টাখানেকের মতো প্রেসক্লাবের সামনের রাস্তায় যান চলাচল বন্ধ রাখা হয়।

প্রেসক্লাব এলাকায় গার্মেন্টস ওয়ার্কার্স ফেডারেশন, বাংলাদেশ ট্রেড ইউনিয়ন ফেডারেশন (টাফ), জাতীয় মুক্তি কাউন্সিল, শ্রমিক কর্মচারি ঐক্য পরিষদ (স্কপ), বাংলাদেশ ট্রেড ইউনিয়ন সংঘ, বাংলাদেশ ট্রাস্ট গার্মেন্টস শ্রমিক কর্মচারি ফেডারেশন, গার্মেন্টস শ্রমিক সংহতি ফোরাম, জাতীয় গার্মেন্টস শ্রমিক কল্যাণ ফেডারেশন, ওয়্যারবি ডেভেলপমেন্ট ফাউন্ডেশন, বাংলালিংক এমপ্লয়িজ ইউনিয়ন, ঢাকা জেলা যানবাহন শ্রমিক ইউনিয়ন, বাংলাদেশ ট্রাস্ট গার্মেন্টস শ্রমিক কর্মচারি ফেডারেশন, বাংলাদেশ অভিবাসী অধিকার ফোরাম, তিতাস গ্যাস কর্মচারী ইউনিয়ন, বাংলাদেশ সাধারণ শ্রমিক ইউনিয়ন, শ্রমিক কর্মচারি ঐক্য পরিষদ, টেক্সটাইল গার্মেন্টস ওয়ার্কার্স ফেডারেশন, জাতীয় শ্রমিক ফেডারেশন, বাংলাদেশ নারী লেখক পরিষদ, অ্যাপেক্স বাংলাদেশ ফাউন্ডেশন, গ্রিনবাংলা গার্মেন্টস ওয়ার্কার্স ফেডারেশন, ঢাকা জেলা হালকা যানবাহন সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়ন, বাংলাদেশ জাতীয় মানবাধিকার সমিতি, জাগো বাংলাদেশ গার্মেন্ট শ্রমিক ফেডারেশন, সম্মিলিত গার্মেন্টস শ্রমিক ফেডারেশন, বাংলাদেশ জাতীয় শ্রমিক জোটসহ বেশ কয়েকটি সংগঠন কর্মসূচি পালন করে। বেশ কয়েকটি সংগঠনকে ট্রাক ও পিকআপে করে র্যা লি করতে দেখা গেছে। র‌্যালি করেছে সিএনসি, অটো রিকশা ও মিশুক শ্রমিক ইউনিয়ন।

সভা সমাবেশ থেকে শ্রমিকদের নিয়োগপত্র প্রদান, ন্যূনতম মজুরি আট হাজার ২২৫ টাকা নির্ধারণ, কারখানায় শ্রমিকদের ট্রেড ইউনিয়নের সুযোগ, সাপ্তাহিক ছুটি কার্যকর, ছয় মাস মাতৃত্বকালীন ছুটিসহ শ্রমিকদের স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন দাবি জানানো হয়।

এমএ/এএইচ/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।