শ্রমিক সমাবেশে মুখরিত প্রেসক্লাব


প্রকাশিত: ০৬:২৭ এএম, ০১ মে ২০১৭

মহান মে দিবস উপলক্ষ্যে শ্রমিক সমাবেশ র‌্যালি ও মিছিলে মিছিলে মুখরিত হয়ে উঠেছে জাতীয় প্রেসক্লাব। সোমবার সকাল ৯টা থেকে শ্রমিক সংগঠনগুলোর নানা কর্মসূচিতে প্রেসক্লাবের সামনের সড়ক মুখরিত হয়ে উঠে।

দেখা গেছে, প্রেসক্লাবের পশ্চিম পাশে কদম ফোয়ারা চত্বর থেকে শুরু করে বাইতুল মোকাররম পর্যন্ত শ্রমিক সংগঠনগুলো বিভিন্ন কর্মসূচি পালন করছে।

বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়ন, ঢাকা জেলা সড়ক পরিবহন যানবাহন শ্রমিক ইউনিয়ন, ইমারত নির্মাণ শ্রমিক ইউনিয়ন বাংলাদেশ, বাংলাদেশ লেবার ফেডারেশন, জাতীয় মুক্তি কাউন্সিল, বাংলাদেশ ট্রেড ইউনিয়ন ফেডারেশন, বাংলাদেশ ট্রেড ইউনিয়ন সংঘ, গ্রিন বাংলা গামের্ন্টস ওয়ার্কাস ফেড়ারেশন, জাগো বাংলাদেশ গার্মেন্টস শ্রমিক ফেডারেশন, গার্মেন্টস-শ্রমিক ট্রেড ইউনিয়ন কেন্দ্র, শ্রমিক-কর্মচারী ঐক্য পরিষদ, নির্মাণ ও কাঠশিল্প শ্রমিক ফেড়ারেশন, প্রাইভেট কার ড্রাইভারস ইউনিয়ন, বাংলাদেশ পোশাক শিল্প ফেডারেশনসহ বিভিন্ন শ্রমিক সংগঠন মিছিল-সমাবেশ-মানববন্ধন করেছে।

Press

মিছিল-সমাবেশে শ্রমিক নেতারা চাকরির নিশ্চয়তা, কর্মক্ষেত্রে নিরাপত্তা, অবাধ ট্রেড ইউনিয়ন অধিকার প্রতিষ্ঠার দাবি জানান।

প্রেসক্লাবের সামনে শ্রমিকদের এ আয়োজনে নৌ-মন্ত্রী শাজাহান খান অংশ নিয়েছেন। শ্রমিক নেতাদের মধ্যে মনজুরুল আহসান খান, প্রাক্তন মন্ত্রী নাজিম উদ্দিন আল আজাদ, মানবাধিকার পার্টির চেয়ারম্যান আফরোজা বেগম হ্যাপী, শ্রমিক নেতা অ্যাডভোকেট দেলোয়ার হোসেন প্রমুখ বক্তব্য রাখেন।

এমএম/এএইচ/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।