আদনান মোর্শেদের বইয়ের মোড়ক উন্মোচন ৬ জুন


প্রকাশিত: ১১:০২ এএম, ০২ মে ২০১৫

মার্কিন যুক্তরাষ্ট্রের রাজধানী ওয়াশিংটন ডিসিতে বাংলাদেশবিষয়ক দুটি বইয়ের মোড়ক উন্মোচন এবং এ বিষয়ে আলোচনা করা হবে। আগামী ৬ জুন ওয়াশিংটনের ক্যাথলিক বিশ্ববিদ্যালয়ের ক্রাফ সেন্টারে এ আলোচনা অনুষ্ঠিত হবে। ওই দিন দুপুর ২টা থেকে শুরু হয়ে বিকেল সাড়ে ৫টা পর্যন্ত আলোচনা চলবে।

আলোচ্য বই দুটি হচ্ছে ওকুলাস এবং ইমপসিবল হাইটস। বই দুটির লেখক আদনান মোর্শেদ। অনুষ্ঠানে ডেবেলপমেন্ট অ্যান্ড ফিউচার অব বাংলাদেশ এবং রাইফ অ্যান্ড পলিটিক্স অব বাংলাদেশ-আমেরিকান কমিউনিটিজ বিষয় নিয়েও আলোচনা করা হবে।

উল্লেখ্য, আদনান মোর্শেদ ওয়াশিংটনের ক্যাথলিক বিশ্ববিদ্যালয়ের স্কুল অব আর্কিটেকচার অ্যান্ড প্ল্যানিং বিভাগের অ্যাসোসিয়েট প্রফেসর হিসেবে কর্মরত আছেন।

বিএ/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।