আজকের জোকস : ০২ মে ২০১৫


প্রকাশিত: ০৬:২৫ এএম, ০২ মে ২০১৫

বিয়ে নিয়ে দুই বন্ধু লিটু ও লিটুর মধ্যে কথা হচ্ছে-
লিটু: বল তো, পারিবারিক ভাবে বিয়ে আর প্রেম করে বিয়ের মধ্যে পার্থক্য কী?
মিন্টু: এটা তো খুবই সোজা।
লিটু: আহা বল না।
মিন্টু: শোন, পার্থক্যটা খুবই সাধারণ। প্রেম করে বিয়ে করলে নিজের প্রেমিকাকে বিয়ে করতে হয়,পারিবারিক ভাবে বিয়েতে অন্যের প্রেমিকাকে বিয়ে করতে হয়।

***
চল্লিশ বছর পার হয়ে গেছে তবু বিয়ে করেনি এক লোক। একদিন একজন এর কারণ জিজ্ঞেস করলে লোকটি বললেন
-সারা জীবন আমি একটা পারফেক্ট মেয়ের খোঁজ করছিলাম।
-তা একটিও পান নি?
-পেয়েছিলাম একটি, কিন্তু সে আবার একটা পারফেক্ট ছেলের অপেক্ষায় ছিল।

***
এক মার্কিন ও এক ভারতীয়র মধ্যে বিয়ে নিয়ে কথা হচ্ছে-

মার্কিন: জানো, আমাদের দেশে বিয়ে ই-মেইলে হয়।
ভারতীয়: বাহ, খুব ভালো তো। কিন্তু আমাদের দেশে বিয়েটা শুধু ফিমেলের (নারী) সঙ্গেই হয়।

এইচএন/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।