মেক্সিকোয় সামরিক বিমানে মাদক পাচারকারীদের গুলি, নিহত ৭


প্রকাশিত: ০৪:০৯ এএম, ০২ মে ২০১৫

মেক্সিকোয় একটি সামরিক বিমান গুলি করে ভূপাতিত করেছে দেশটির মাদক পাচারকারীরা। এতে তিন সেনাসহ অন্তত সাতজন নিহত হয়েছেন। এছাড়া আহত  হয়েছেন আরো ১২ জন আহত হয়েছেন। শুক্রবার দেশটির জেলিস্কো প্রদেশে এ ঘটনা ঘটে। খবর বিবিসি।  

মেক্সিকোর প্রতিরক্ষামন্ত্রী জানান, বন্দুকধারীরা গুলি করার পর বিমানটিতে আগুন ধরে যায়। এতে বিমানটি জরুরি অবতরণ করে। এক সরকারি কর্মকর্তা জানিয়েছেন, এ হামলার পেছনে নিউ জেনারেশনের মাদক ব্যবসায়ীদের হাত রয়েছে।

জেলিস্কোর গভর্নর অ্যারিস্টোটলস স্যান্ডোভাল জানান, ওই হামলায় সাতজন নিহত ও ১৫ জন আহত হয়েছেন। তিনি বলেন, মাদকপাচার গ্রুপের সদস্যরা প্রতিশোধ হিসেবে ওই হামলা চালিয়েছে। কারণ এর আগে তাদের নেতাদের ওপর অভিযান চালিয়েছে নিরাপত্তাবাহিনী।

এএইচ/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।