সিলেটে মৃদু ভূকম্পন অনুভূত


প্রকাশিত: ০৫:৪৩ পিএম, ২৮ এপ্রিল ২০১৭
প্রতীকী ছবি

দেশের উত্তর-পূর্বাঞ্চলের জেলা সিলেটে মৃদু ভূকম্পন অনুভূত হয়েছে। কয়েক সেকেন্ড স্থায়ীত্বের ওই কম্পনের পরপরই পুরো জেলাজুড়ে আঘাত হানে কালবৈশাখী ঝড়। তবে তাৎক্ষণিক ভূমিকম্পের মাত্রা ও ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।

শুক্রবার রাত ১০টা ৫১ মিনিটে এ ভূকম্পনের ঘটনা ঘটে। আবহাওয়া অধিদফতর সিলেট কার্যালয়ের আবহাওয়াবিদ সাঈদ আহমেদ জাগো নিউজকে বিয়ষটি নিশ্চিত করেছেন।

তিনি জানান, মৃদু মাত্রার ভূমিকম্প কয়েক সেকেন্ড স্থায়ী ছিল। এর পরপরই ব্যাপক ঝড় ও বৃষ্টি শুরু হয়। এখনও কম্পনের মাত্রা জানা যায়নি।

শহরের কয়েকজন বাসিন্দা জানান, ভূমিকম্প অনুভূত হওয়ার সঙ্গে সঙ্গে ভবন কেঁপে ওঠে। তবে তা বেশিক্ষণ স্থায়ী হয়নি। এ সময় আতঙ্কে অনেককে ছুটোছুটি করতে দেখা গেছে।

তবে তাৎক্ষণিকভাবে কোনো হতাহত বা ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। এদিকে ভূমিকম্পের পরপরই সিলেটের উপর দিয়ে ব্যাপক কালবৈশাখী ঝড় বয়ে গেছে। প্রচুর ঝড়-বৃষ্টির কারণে বিদ্যুৎও চলে যায়। এ সময় ইন্টারনেট সংযোগেও বিঘ্ন ঘটে বলে জানা গেছে।

এর আগে গত ১৮ এপ্রিল রাতে  সিলেটে মৃদু ভূমিকম্প অনুভূত হয়।

এসএম/এমএমএ/

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।