নেপালের পাশে এবার ভারতের ক্রীড়ামহল


প্রকাশিত: ০১:৩০ পিএম, ০১ মে ২০১৫

ভূমিকম্পে বিধ্বস্ত নেপালের পাশে এসে দাঁড়িয়েছে ভারতের ক্রীড়ামহল। নেপালকে ১১ লক্ষ টাকার সাহায্য দিয়েছে ভারতীয় ফুটবল ফেডারেশন। এদিকে নেপালের ক্রিকেটারদের ভারতের জাতীয় একাডেমি ব্যবহার করার প্রস্তাব দিয়েছে ভারতীয় বোর্ড।

ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ডের (বিসিসিআই) মতো সর্বভারতীয় ফুটবল ফেডারেশনও আর্থিক সাহায্য করেছে নেপালকে। বাহেরিনে এশিয়ান ফুটবল কনফেডারেশনের কংগ্রেসে নেপালের প্রতিনিধিদের হাতে এই ১১ লক্ষ টাকা তুলে দেন এআইএফএফ কর্তারা।

এর আগে বিসিসিআই ভূমিকম্প বিধ্বস্ত নেপালের মানুষের সাহায্যার্থে পাঁচ কোটি টাকা দিয়েছিল। পাশাপাশি বিসিসিআই নেপালের জাতীয় দলের ক্রিকেটারদের পাশেও দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছে।

বোর্ড সচিব অনুরাগ ঠাকুর জানিয়েছেন, নেপালের জাতীয় দলের ক্রিকেটাররা ন্যাশনাল ক্রিকেট একাডেমির আধুনিক পরিকাঠামো ব্যবহার করতে পারবেন। যতদিন না নেপালের ক্রিকেট পরিকাঠামো আবার নতুন করে তৈরি হচ্ছে ততদিন নেপালের ক্রিকেটাররা এই সুবিধা পাবেন।

বিএ/আরআই

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।