পাপুয়া নিউ গিনিতে শক্তিশালী ভূমিকম্প


প্রকাশিত: ০১:১৩ পিএম, ০১ মে ২০১৫

পাপুয়া নিউ গিনিতে একটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। শুক্রবার দেশটির কোকোপো শহরের প্রায় ১১০ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমাঞ্চলে এটি আঘাত হানে। রিখটার স্কেলে এর তীব্রতা ছিল ৭.১। ওই অঞ্চলে রিখটার স্কেলে ৬.৭ মাত্রার একটি ভূমিকম্প আঘাত হানার একদিনেরও কম সময়ের মধ্যে এটি আঘাত হানলো।

মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা থেকে জানানো হয়, প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের দেশটির রাজধানী পোর্ট মোরেসবির ৬৮৯ কিলোমিটার উত্তর পূর্বাঞ্চলে গ্রিনিচ মান সময় ০৮০৬টায় ভূপৃষ্ঠের ৫৩ কিলোমিটার গভীরে ভূমিকম্পটি আঘাত হানে। প্রশান্ত মহাসাগরীয় সুনামি সতর্কীকরণ কেন্দ্র জানায়, এতে সুনামির কোনো সতর্কতা জারি করা হয়নি।

বিএ/আরআই

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।