হাজারীকে বাদ দিয়েই একরাম হত্যার চার্জশিট

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৫:০৯ এএম, ২৯ আগস্ট ২০১৪

ফুলগাজী উপজেলা পরিষদের চেয়ারম্যান ও আওয়ামী লীগ সভাপতি একরামুল হক হত্যাকাণ্ডে ফেনী-২ আসনের সংসদ সদস্য নিজাম উদ্দিন হাজারীকে বাদ দিয়ে ৫৬ জনের বিরুদ্ধে চার্জশিট দিয়েছে পুলিশ। ফেনীর সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট খায়রুল আমীনের আদালতে বৃহস্পতিবার সন্ধ্যায় মামলার তদন্তকারী কর্মকর্তা ফেনী মডেল থানার ওসি আবুল কালাম আজাদ এ চার্জশিট জমা দেন।

চার্জশিটে উল্লেখযোগ্য আসামিরা হচ্ছেন, হত্যাকাণ্ডের মূল পরিকল্পনাকারী জেলা আওয়ামী লীগের সহ-সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আদেল, ফুলগাজী উপজেলা আওয়ামী লীগের সহ সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম জাহিদ চৌধুরী, ফেনী পৌর আওয়ামী লীগের নেতা পৌর কাউন্সিলর আব্দুল্লাহ হিল মাহমুদ শিবলু, জেলা তাঁতি দলের সভাপতি মাহতাব উদ্দিন চৌধুরী মিনার, জেলা যুবলীগের নেতা জিয়া উল আলম মিস্টার, সোহেল ওরফে রুটি সোহেল, আবেদুল ইসলাম আবেদ, জিয়া উদ্দিন বাপ্পী, জাহিদুল ইসলাম, ইঞ্জিনিয়ার রাসেল, শাফায়েত আহমেদ শিফাত, শিফন, অনিক, শানান, রাকিব আব্দুর রুপসহ ৫৬ জন ।

মামলার বাদী নিহতের বড় ভাই রেজাউল হক জসিম ক্ষোভ প্রকাশ করে বলেন, ‘হত্যাকাণ্ডে জড়িত রাঘব বোয়ালদের বাদ দিয়ে পুলিশ চার্জশিট দিয়েছে। এতে সুষ্ঠু বিচার পাওয়া নিয়ে আমরা শঙ্কিত।’

মামলার তদন্তকারী কর্মকর্তা বলেন, ‘গ্রেফতারদের জাবানবন্দি ও সাক্ষীদের সাক্ষ্য গ্রহণের পর নিবিড় তদন্তের মাধ্যমে ৬৫ জনের বিরুদ্ধে চার্জশিট দেওয়া হয়েছে। চার্জশিটে মামলার বাদী ও ঘটনার প্রত্যক্ষদর্শী ৬০ জনের সাক্ষ্য নেওয়া হয়।’

এ বছরের ২০ মে শহরের একাডেমী ফুলগাজী উপজেলা চেয়ারম্যান একরামুল হক একরামকে গুলি করে, কুপিয়ে ও গাড়িসহ পুড়িয়ে হত্যা করা হয়। হত্যাকাণ্ডের পর নিহতের বড় ভাই রেজাউল হক জসিম ফেনী মডেল থানায় মামলা করেন

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।