ওয়ানডে র্যাংকিংয়ে ৮ নম্বরে বাংলাদেশ
সদ্য সমাপ্ত ওয়ানডে সিরিজে পাকিস্তানকে বাংলাওয়াশ করার পর আরো একটি সু-সংবাদ এলো বাংলাদেশের জন্য। আইসিসির র্যাংকিংয়ে পাকিস্তানকে পেছনে ফেলে ৮ নম্বরে ওঠে এসেছে টাইগাররা।
আইসিসির তথ্য অনুযায়ি, ৮৮ পয়েন্ট নিয়ে র্যাংকিংয়ের ৮ (আট) নম্বরে অবস্থান টাইগার খ্যাত বাংলাদেশের। সমান পয়েন্ট নিয়ে ওয়েস্ট ইন্ডিজ রয়েছে ৭ (সাত) নম্বরে। আর ১ পয়েন্ট কম নিয়ে বাংলাদেশের পরেই অর্থাৎ ৯ নম্বরে রয়েছে পাকিস্তান।
এদিকে বাংলাদেশের এই উন্নতির ফলে আগামী ২০১৭ সালের চ্যাম্পিয়ন্স ট্রফিতে খেলার সম্ভাবনা উজ্জ্বল হলো মাশরাফি বিন মুর্তজার দলের। চলতি বছরের ৩০ সেপ্টেম্বরের মধ্যে র্যাংকিংয়ের শীর্ষ আটে থাকতে পারলে ইংল্যান্ডে অনুষ্ঠিতব্য ২০১৭ আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফিতে খেলতে পারবে বাংলাদেশ। আর পাকিস্তান তাদের র্যাংকিংয়ে এই অবস্থা থেকে বের হতে না পারলে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফিতে খেলা অনিশ্চিত পাকিস্তানের।
এদিকে জুন মাসেই ভারতের বিপক্ষে বাংলাদেশের সিরিজ। ঘরের মাঠে সেই সিরিজে ভালো করলেই ওয়েস্ট ইন্ডিজকে নামিয়ে আরো একধাপ উপরে ওঠে যাবে বাংলাদেশ।
অন্যদিকে আগামী মে মাসে ঘরের মাঠে জিম্বাবুয়ের বিপক্ষে ৩ ম্যাচের ওয়ানডে সিরিজ খেলবে পাকিস্তান। এছাড়া জুলাইয়ে শ্রীলংকার গিয়ে অ্যাঞ্জেলো ম্যাথিউসের দলের বিপক্ষে ৫ ম্যাচের ওয়ানডে সিরিজ খেলবে আজহার আলীর দল।
বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজের চেয়ে মাত্র এক রেটিং পয়েন্ট পেছনে। আর ৪৩ ম্যাচে ৮৭ রেটিং পয়েন্ট পাকিস্তানের। ফলে তিন দলের মধ্যে রেটিং পয়েন্টের অদৃশ্য একটা লড়াই চলবে।
আরএস