এলএমএল কোম্পানির নিম্নমানের পণ্যসামগ্রী বিতরণে ক্ষোভ


প্রকাশিত: ১২:৫৯ পিএম, ৩০ এপ্রিল ২০১৫

দেশের বিভিন্ন জায়গায় কতিপয় বহুস্তর বিপনন ব্যবস্থা বা এলএমএল কোম্পানি প্রতারণার মাধ্যমে জনস্বাস্থ্যের জন্য মারাত্মক হুমকি মেয়াদোত্তীর্ণ এবং নিম্নমানের পণ্যসামগ্রী বিতরণ করছে বলে প্রমাণ পেয়েছে সংসদীয় কমিটি। এ কারণে তীব্র ক্ষোভ ও নিন্দা জানিয়েছে বাণিজ্য মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি। এছাড়া জাতীয় সংসদের পরবর্তী অধিবেশনে বাণিজ্য মন্ত্রীকে এ বিষয়ে বিবৃতি দেওয়ারও সুপারিশ করেছে কমিটি।

বৃহস্পতিবার সংসদ ভবনে অনুষ্ঠিত কমিটির ১১তম বৈঠক এ সুপারিশ করা হয়। কমিটির সভাপতি  তাজুল ইসলাম চৌধুরীর বৈঠকে সভাপতিত্ব করেন।
 
বৈঠক শেষে কমিটির সভাপতি তাজুল ইসলাম চৌধুরী জাগো নিউজকে বলেন, সংসদীয় কমিটি প্রমাণ পেয়েছে অনেক এলএমএল কোম্পানি তাদের গ্রাহকদের মধ্যে নিম্নমান ও মেয়াদোত্তীর্ন পণ্যসামগ্রী বিতরণ করছে। এজন্য কমিটি তীব্র ক্ষোভ প্রকাশ করে আসন্ন অধিবেশনে মন্ত্রীর বিবৃতি চেয়েছে।
 
বৈঠকে বাংলাদেশ থেকে কোন্ কোন্ দেশে কি কি অপ্রচলিত পণ্য রপ্তানি হচ্ছে, তার পরিমাণ কত, বৈদেশিক বাণিজ্য মিশনসমূহের রপ্তানি লক্ষ্যমাত্রা, অর্জিত লক্ষ্যমাত্রা ও রপ্তানি বৃদ্ধিতে ভবিষৎ পরিকল্পনার বিষয়ে আলোচনা এবং দিক  নির্দেশনা প্রদান করা হয় বলেও জানান তিনি।
 
বৈঠকে ঢাকা ও চট্টগ্রামে তিন সিটি কর্পোরেশন নির্বাচনে বিজয়ী মেয়রদের অভিনন্দন এবং সম্প্রতি নেপালে ভয়াবহ ভূমিকম্পে নিহতদের স্মরণে শোক জ্ঞাপন করা হয়।

কমিটির সদস্য বাণিজ্য মন্ত্রী তোফায়েল আহমেদ, মো. মোতাহার হোসেন, নূরুল মজিদ মাহমুদ হুমায়ুন, এনামুল হক, ওয়ারেসাত হোসেন বেলাল, মো. মনজুরুল ইসলাম লিটন এবং লায়লা আরজুমান বানূ বৈঠকে অংশ নেন। এছাড়া বৈঠকে বাণিজ্য মন্ত্রণালয়ের সিনিয়র সচিব এবং সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এইচএস/আরএস/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।