ডেভিড ক্যামেরন ঢাকায় আসছেন আজ


প্রকাশিত: ০২:৪৩ এএম, ২৬ এপ্রিল ২০১৭

যুক্তরাজ্যের সাবেক প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরন ঢাকায় আসছেন আজ। বুধবার সকালে ঢাকায় পৌঁছানোর পর দুপুরে কয়েকটি অনুষ্ঠানে যোগ দেবেন তিনি।

স্থানীয় একটি হোটেলে ব্র্যাকের ব্যবস্থাপনায় যুক্তরাজ্যভিত্তিক গবেষণা প্রতিষ্ঠান ইন্টারন্যাশনাল গ্রোথ সেন্টারের (আইজিসি) বাংলাদেশ চ্যাপ্টার আয়োজিত ‘ভঙ্গুর অবস্থা, প্রবৃদ্ধি ও উন্নয়ন: বাংলাদেশের অগ্রগতি’ শীর্ষক গোলটেবিল আলোচনায় অংশ নেবেন তিনি।

সফরকালে ডেভিড ক্যামেরন প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সৌজন্য সাক্ষাত্ করবেন। এছাড়া তিনি ব্রিটিশ উন্নয়ন সংস্থা ডিএফএআইডি’র অর্থায়নে ঢাকায় একটি উন্নয়ন প্রকল্প এবং একটি তৈরি পোশাক কারখানা পরিদর্শন করবেন।

প্রসঙ্গত, গত বছরের ২৩ জুন যুক্তরাজ্যে অনুষ্ঠিত গণভোটে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) থেকে দেশটির বেরিয়ে যাওয়ার (ব্রেক্সিট) সিদ্ধান্ত আসার পর প্রধানমন্ত্রীর পদ থেকে সরে দাঁড়ান ডেভিড ক্যামেরন। যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী থাকাকালে বাংলাদেশ সফর করেননি ক্যামেরন। এটা হবে তার প্রথম বাংলাদেশ সফর।

এমআরএম/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।