শব্দ সচেতনতা দিবস উপলক্ষে সমাবেশ


প্রকাশিত: ০১:৪০ পিএম, ২৫ এপ্রিল ২০১৭

আন্তর্জাতিক শব্দ সচেতনতা দিবস আগামীকাল বুধবার। দিবসটির এবারের প্রতিপাদ্য ‘আসুন সবাই শপথ করি, শব্দ দূষণমুক্ত পরিবেশ গড়ি।’

দিবসটি উপলক্ষে বুধবার বেলা ১১টায় পরিবেশ অধিদফতরের উদ্যোগে মিরপুর সড়ক এবং মানিক মিয়া এভিনিউয়ের সংযোগস্থলে নীরব এলাকা চিহ্নিত সাইনপোস্টের উদ্বোধন করা হবে।

এছাড়া মানিক মিয়া এভিনিউয়ের ন্যাম ভবনের (এমপি হোস্টেল) সামনের ফুটপাতে শব্দ সচেতনতা সমাবেশ অনুষ্ঠিত হবে।

সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন পরিবেশ ও বনমন্ত্রী আনোয়ার হোসেন মঞ্জু। এছাড়া বিশেষ অতিথি হিসেবে থাকবেন সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের উপ-মন্ত্রী আবদুল্লাহ আল ইসলাম জ্যাকব ও সচিব ইসতিয়াক আহমদ।

এফএইচএস/এমআরএম/ওআর/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।