দেশের মানুষের গড় আয়ু ৭১.৬ বছর

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১১:১২ এএম, ২৫ এপ্রিল ২০১৭

দেশের মানুষের গড় আয়ু  বেড়েছে। ২০১৬ সালের গড় আয়ু বেড়ে দাঁড়িয়েছে ৭১ বছর ৬ মাস। যা ২০১৫ সালে ছিল ৭০ বছর ৯ মাস। এছাড়া সর্বশেষ পরিসংখ্যানে নারীদের গড় আয়ু পুরুষের চেয়ে বেশি।

মঙ্গলবার একনেক পরবর্তী সংবাদ সম্মেলনে এ তথ্য জানিয়েছেন পরিকল্পনামন্ত্রী আ হ ম মুস্তফা কামাল। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস) মনিটরিং দ্য সিচুয়েশন অব ভাইটাল স্টাটিসটিক্স অব বাংলাদেশ (এমএসভিএসবি) প্রকল্পের মাধ্যমে সংগৃহীত তথ্য বিশ্লেষণ করে এ প্রতিবেদন তৈরি করা হয়েছে।

পরিকল্পনামন্ত্রী জানান, ২০১৬ সালে পুরুষের গড় আয়ু হয় ৭০ বছর ৩ মাস, যা তার আগের বছর ছিল ৬৯ বছর ৪ মাস। অন্যদিকে নারীদের গড় আয়ু বেড়ে দাঁড়িয়েছে ৭২ বছর ৯ মাস, যা আগে বছর ছিল ৭২ বছর।

মন্ত্রী আরও জানান, বিশ্বে বর্তমানে গড় আয়ু ৭১ বছর ৪ মাস। সে তুলনায় বাংলাদেশের মানুষের গড় আয়ু দুই মাস বেশি।

এমএ/আরএস/এএইচ/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।