বেসরকারি ব্যবস্থাপনায় হজ নিবন্ধন প্রায় সম্পন্ন


প্রকাশিত: ০২:৫৯ পিএম, ২৪ এপ্রিল ২০১৭

বেসরকারি ব্যবস্থাপনায় হজ নিবন্ধন প্রক্রিয়া সম্পন্ন হবে কিনা তা নিয়ে নানা উদ্বেগ থাকলেও চূড়ান্তভাবে দুইদিনের সময় বেধে দেয়ার প্রথম দিনেই বেশিরভাগ হজযাত্রীর নিবন্ধন সম্পন্ন হয়েছে।

বেসরকারি ব্যবস্থাপনায় হজ নিবন্ধনের চূড়ান্ত সময়সীমা গতকাল (রোববার) দু’দিন বাড়ানো হয়। এর ফলে নিবন্ধনের চূড়ান্ত সময়সীমা শেষ হচ্ছে আগামীকাল মঙ্গলবার (২৫ এপ্রিল)। এদিকে আজ (সোমবার) বিকেল ৫টা পর্যন্ত ৬৩৯টি এজেন্সি পাসপোর্টের পূর্ণাঙ্গ তথ্যসহ ১ লাখ ১০ হাজার ২৮৬ জন হজযাত্রীর নিবন্ধনের তথ্য পূরণ করা হয়েছে। তন্মধ্যে ১ লাখ ৮ হাজার ১৬৭ জনের নিবন্ধন সম্পূর্ণভাবে সম্পন্ন হয়।

ধর্ম মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, বেসরকারি ব্যবস্থাপনায় রেজিস্ট্রেশনের জন্য সর্বনিম্ন কোটা পূরণ সাপেক্ষে ৬৩৯টি (সমন্বিত এজেন্সির সংখ্যা ১ হাজার ৯৭টি) হজ এজেন্সির প্রাক নিবন্ধিত হজযাত্রীর সংখ্যা মোট ১ লাখ ১৩ হাজার ২০২ জন।

ধর্ম মন্ত্রণালয়ের একাধিক কর্মকর্তা জানান, নানা উদ্বেগ থাকলেও বেসরকারি ব্যবস্থাপনার নিবন্ধন প্রায় সম্পন্ন। আগামীকাল (মঙ্গলবার) শেষ দিনে রাত ৮টার আগেই বাকি হাজার পাঁচেক হজযাত্রীর নিবন্ধন শেষ হবে আশা করা যাচ্ছে।

এদিকে সরকারি ব্যবস্থাপনায় ৩ হাজার ৬৪৫ হজযাত্রীর মধ্যে ৩ হাজার ৫৭২ জন নিবন্ধিত হয়েছেন।

চলতি বছর সরকারি ও বেসরকারি ব্যবস্থাপনায় মোট ১ লাখ ২৭ হাজার ১৯৮ জনের হজ করার অনুমোদন দিয়েছে সৌদি সরকার। তন্মধ্যে সরকারি ব্যবস্থাপনায় ১০ হাজার ও বেসরকারি ব্যবস্থাপনায় ১ লাখ ১৭ হাজার ১৯৮ জন হজে যেতে পারবেন।

এমইউ/আরএস/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।