মহানবীর কার্টুন আর আঁকবেন না লুজ


প্রকাশিত: ০৪:২৭ এএম, ৩০ এপ্রিল ২০১৫

সমালোচিত ফরাসি ব্যঙ্গাত্মক সাময়িকী শার্লি এবদোর কার্টুনিস্ট ‘লুজ’ আর কখনো মহানবী হযরত মুহাম্মদ (স.) এর ওপর কার্টুন আঁকবেন না বলে ঘোষণা দিয়েছেন। শার্লি এবদোর কার্টুনিস্ট রেনাল্ড লুজিয়ার সংক্ষেপে লুজ ফরাসি সাময়িকী ‘ইনরকস’কে দেয়া সাক্ষাৎকারে এ কথা  জানিয়েছেন।

সাক্ষাৎকারে তিনি বলেন, মুহাম্মদের (সা.) কার্টুন আঁকায় কোনো বৈচিত্র খুঁজে পাচ্ছেন না। এ কারণেই তিনি ওই ঘোষণা দিয়েছেন।
উল্লেখ্য, গত ৭ জানুয়ারি মুখোশধারী দুই বন্দুকধারী ওই পত্রিকাটির কার্যালয়ে হামলা চালিয়ে ১২ জনকে হত্যা করে। পত্রিকাটিতে মুহাম্মদকে (সা.) নিয়ে আঁকা ব্যঙ্গচিত্র প্রকাশিত হওয়ায় এ হামলা চালিয়েছিল আল কায়দা। ইসলাম ধর্মে মুহম্মদ (সা.) এর ছবি আঁকাকে সমর্থন করে না।

জানুয়ারির ওই হামলার পর বিশ্ব জুড়ে তৈরি হওয়া আলোচনা-সমালোচনার জোয়ারে শার্লি এবদো অনেক জনপ্রিয় হয়ে ওঠে। তখন এর প্রচার সংখ্যা এক লাফে ৮০ লাখে ওঠে আসে যা তাদের স্বাভাবিক সময়ে প্রকাশিত সংখ্যার চাইতে কয়েকগুন বেশি। সাধারণত এ পত্রিকার ৬০ হাজার কপি বাজারে আসত।

এএইচ/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।