অাগস্টের মধ্যে জলাবদ্ধতা থেকে মুক্তি


প্রকাশিত: ০৭:১৮ এএম, ২৪ এপ্রিল ২০১৭

ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র মোহাম্মদ সাঈদ খোকন বলেছেন, ডিএসসিসির উন্নয়ন কাজের ফলে গত বছরের চেয়ে এ বছর জলাদ্ধতা অনেক কম। পুরো কাজ বাস্তবায়ন হলে এ চিত্র থাকবে না। আগামী অাগস্টের মধ্যে জলাবদ্ধতার চিত্র একেবারেই থাকবে না।

সোমবার দুপুরে বৃষ্টিপরবর্তী রাজধানীর শান্তিনগর এলাকা পরিদর্শনে এসে মেয়র এ কথা বলেন।

তিনি বলেন, শান্তিনগরে চলতি বর্ষা মৌসুমে ৮৫ ভাগ জলাবদ্ধতা কমেছে। চলতি বছরের জুন ও জুলাইয়ের মধ্যে শান্তিনগরের ফ্লাইওভারের নির্মাণকাজ শেষ হবে। এরপর আর কোনো দুর্ভোগ থাকবে না।

এসময় ডিএসসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা খান মোহাম্মদ বিলাল, প্রধান প্রকৌশলী ফরাজী সাহাবুদ্দীন প্রমুখ উপস্থিত ছিলেন।

এমএসএস/জেডএ/জেআই্এম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।