রাজধানীতে বার থেকে মরদেহ উদ্ধার


প্রকাশিত: ০৯:২৭ পিএম, ২৩ এপ্রিল ২০১৭

রাজধানীর পরীবাগ এলাকার সাকুরা বারের নিচে এক ব্যক্তির রক্তাক্ত মরদেহ উদ্ধার করেছে শাহবাগ থানা পুলিশ।

রোববার রাত ১২টার পরে ওই ব্যক্তির মরদেহ উদ্ধার করা হয়। তবে তার পরিচয় জানা যায়নি।

পুলিশের ধারণা, যেকোনো কারণে সাকুরা বারের লোকজন তাকে মারধর করে রক্তাক্ত অবস্থায় ফেলে দিয়েছে।

এদিকে, এ ঘটনায় সাকুরা বারের অন্তত ৩০ জন কর্মচারী-কর্মকর্তাকে প্রাথমিক জিজ্ঞাসাবাদের জন্য আটক করে শাহবাগ থানায় নিয়ে আসা হয়েছে।

এ বিষয়ে পুলিশের রমনা বিভাগের ডিসি মারুফ হোসেন সরদার জাগো নিউজকে জানান, ‘আমরা খবর পাই যে সাকুরার লোকজন মারধর করে এক যুবককে রক্তাক্ত করেছে। এরপর ঘটনাস্থলে গিয়ে তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে পাঠাই। সেখানে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।’

জানতে চাইলে রাত পৌনে ৩টায় থানার ডিউটি অফিসার জানান, আটকদের জিজ্ঞাসাবাদ করছেন ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবুল হাসান ও রমনা বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

এদিকে, ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের রেজিস্ট্রার খাতায় নিহতকে অজ্ঞাতপরিচয় হিসেবে উল্লেখ ও বয়স ৩২ লেখা হয়েছে। মরদেহ ময়নাতদন্তের জন্য ঢামেকের মর্গে রাখা হয়েছে।

এআর/এসআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।