গোলাম মওলা রনির জামানত বাজেয়াপ্ত


প্রকাশিত: ০১:৩৭ পিএম, ২৯ এপ্রিল ২০১৫

বিভিন্ন সময় বিতর্কিত মন্তব্য ও সাংবাদিক নির্যাতন করে খবরের শিরোনামে আসা আওয়ামী লীগের সাবেক এমপি গোলাম মাওলা রনি সিটি কর্পোরেশন নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করে জামানত হারিয়েছেন। ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন নির্বাচনে আংটি প্রতীকে নির্বাচন করে তিনি ভোট পেয়েছেন মাত্র এক হাজার ৮৮৭টি। সাড়ে ১২ শতাংশ ভোট না পাওয়ায় তার জামানত হারিয়েছেন।

বিভিন্ন সময় টকশোতে অংশ নিয়ে আলোচিত মন্তব্য করে এবং নিজ দলের বিপক্ষে কথা বলে বিএনপি-জামায়াত সমর্থকদের কাছে ‘হিরো’ হিসেবে পরিচিত পাওয়া এই ব্যক্তি আওয়ামী লীগের ছায়া ছাড়া ভোটের বাজারে অপাংক্তেয় থেকে গেলেন।

জানা যায়, নির্বাচনের দিন বিএনপি সিটি নির্বাচন বর্জনের ঘোষণা দিলেও তিনি তখন তা দেননি। পরে স্বতন্ত্র এ মেয়র প্রার্থী বিকেল সাড়ে ৩টার দিকে তার ফেসবুক পাতায় নির্বাচন বয়কটের ঘোষণা দিয়ে স্ট্যাটাস দেন। যা অনেকের কাছে হাস্যরসের বিষয় হয়ে দাঁড়ায়। কারণ অধিকাংশ ভোটার তার বয়কটের কথা জানেন না।

২০০৮ সালে পটুয়াখালী থেকে আওয়ামী লীগের টিকিট নিয়ে সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন রনি। এরপর সরকারের বিভিন্ন মন্ত্রীকে নিয়ে বিতর্কিত মন্তব্যের কারণে এবার আওয়ামী লীগ তাকে মনোনয়ন দেয়নি। তুখোড় বক্তা হিসেবে পরিচিত এই ব্যক্তি আওয়ামী লীগ থেকে নির্বাসিত হয়ে এখন অনেকটাই রাজনীতি থেকে ছিটকে পড়েছেন।

টেলিভিশনের টকশো ছাড়া এখন তাকে আর কোথাও দেখা যায় না। আর মেয়র নির্বাচনে এত কম ভোট পাওয়ায় এখন তার গ্রহণযোগ্যতা নিয়েও বড় ধরনের প্রশ্ন দেখা দিয়েছে।

এইচএস/বিএ/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।