ফারুকী হত্যায় মামলা, আটক ৩


প্রকাশিত: ০৮:১৭ এএম, ২৮ আগস্ট ২০১৪

ইসলামী ফ্রন্টের নেতা মাওলানা নূরুল ইসলাম ফারুকী হত্যাকাণ্ডে তিন সন্দেহভাজনকে আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার ভোরে তাদের আটক করে শেরেবাংলা নগর থানায় নিয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তারা হলেন বেলাল হোসেন, রফিকুল ইসলাম ও মোহাম্মদ শফিক।

মাওলানা ফারুকী সুন্নিভিত্তিক সংগঠন আহলে সুন্নাত ওয়াল জামায়াতেরও নেতা ছিলেন। তিনি হাইকোর্ট মাজার মসজিদের খতিবও ছিলেন। নূরুল ইসলাম বেসরকারি টেলিভিশন চ্যানেল আইয়ের ‘শান্তির পথে’ ও ‘কাফেলা’ নামে দুটি ধর্মীয় অনুষ্ঠান উপস্থাপনা করতেন।

মাওলানা ফারুকী হত্যার ঘটনায় মধ্যরাতে তার মেজ ছেলে ফয়সাল ৭/৮ জনের বিরুদ্ধে শেরেবাংলা নগর থানায় একটি মামলা দায়ের করেছেন।

আটককৃতদের বিষয়ে শেরেবাংলা নগর থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল মোমেন জানান, তদন্তের স্বার্থে যে কাউকেই আটক করা যায়। তার মানে দোষী না। প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটককৃতরা বলেছেন, হজসংক্রান্ত কাজে তারা বুধবার রাতে ফারুকীর বাসায় এসেছিলেন। কিন্তু বাসায় এসে দেখেন এ অবস্থা।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।