পাসপোর্টের সার্ভার ডাউন : বিমানবন্দর ইমিগ্রেশনে ধীরগতি
‘অনাকাঙ্ক্ষিতভাবে’ মেশিন রিডেবল পাসপোর্টের (এমআরপি) আগারগাঁয়ের সেন্ট্রাল সার্ভার ডাউন হয়ে পড়েছে। এতে রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ইমিগ্রেশন কার্যক্রমে জটিলতা দেখা দিয়েছে।
এর আগে বুধবার বাংলাদেশ ইমিগ্রেশন ও পাসপোর্ট অধিদফতরের অফিসিয়াল ফেসবুক পেজে, ‘দুর্ভাগ্যবশত’ দুপুরের পর থেকে সার্ভার ডাউন রয়েছে” লিখে একটি পোস্ট দেয়া হয়। তবে সন্ধ্যা ৬টার পূর্বে এ সমস্যার সমাধান হবে বলেও জানিয়েছেন তারা।
এদিকে সেন্ট্রাল সার্ভার ডাউনের কারণে বিমানবন্দরে বাংলাদেশি পাসপোর্টধারীদের ইমিগ্রেশন কার্যক্রম ধীর গতিতে চলছে বলে জাগো নিউজকে নিশ্চিত করেছে বিমানবন্দর ইমিগ্রেশন পুলিশ।
এআর/বিএ/আরআইপি