বাড়িভাড়া নিয়ন্ত্রণ আইন বাস্তবায়নের দাবি


প্রকাশিত: ০৬:০৭ এএম, ২৩ এপ্রিল ২০১৭

বাড়িভাড়া নিয়ন্ত্রণ আইন ১৯৯১-এর পূর্ণ বাস্তবায়নের দাবি জানিয়েছে বাংলাদেশ গণতান্ত্রিক মুক্তি আন্দোলন ও গণমোর্চা।

রোববার জাতীয় প্রেসক্লাবের সামনে আয়োজিত এক মানববন্ধন থেকে এ দাবি জানানো হয়।

মানববন্ধনে বক্তারা বলেন, ‘বাড়িভাড়া নিয়ন্ত্রণ আইন ১৯৯১-এর পূর্ণ বাস্তবায়ন না হওয়াতে বাংলাদেশে ৮০ শতাংশ ভাড়াটিয়া বাড়ির মালিকদের হাতে জিম্মি ও সীমাহীন শোষণের শিকার।

বক্তারা আরও বলেন, এ আইন বাস্তবায়নের সঙ্গে সঙ্গে বাড়িভাড়া নির্ধারণে হাইকোর্ট নির্দেশিত কমিশন গঠন ও ঢাকা সিটি কর্পোরেশন নির্ধারিত বাড়ি ভাড়া রেট কার্যকর করতে হবে।

গণমোর্চার সমন্বয়কারী মোহাম্মাদ মাসুমের সভাপতিত্বে মানববন্ধনে আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ গণতান্ত্রিক মুক্তি আন্দোলনের সভাপতি আশরাফ আলী হাওলাদার, জাগো বাঙালির চেয়ারম্যান মেজর (অব.) শেখ হাবিবুর রহমান, কাজী আরেফ ফাউন্ডেশনের সভাপতি কাজী মাসুদ আহম্মেদ প্রমুখ।

এএস/জেডএ/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।