ঈশ্বরদীতে অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান শুরু


প্রকাশিত: ১০:৩৭ এএম, ২৯ এপ্রিল ২০১৫

ঈশ্বরদীতে রেলওয়ের জায়গায় অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান বুধবার থেকে শুরু হয়েছে।

প্রথমদিন শহরের রেলওয়ে গেট ও বুকিং অফিসসহ কয়েকটি স্থানে প্রায় ৩০টি স্থাপনা উচ্ছেদ করেছে পাকশী বিভাগীয় ভূসম্পত্তি দপ্তর।

বিভাগীয় রেলওয়ে ভূসম্পত্তি কর্মকর্তা (ডিইও) মোস্তাক আহমেদ এর নেতৃত্বে বিপুল সংখ্যক রেল ও বেঙ্গল পুলিশ, আনসার, নিরাপত্তা বাহিনীর সদস্যদের নিয়ে সকালে শহরের রেলওয়ে গেটের লেবেল ক্রসিং দখলমুক্ত করা হয়। এরপর বাজারের রেলওয়ে বুকিং অফিসসহ স্টেশনের আশপাশে উচ্ছেদ অভিযান চালানো হয়।

একটি সূত্র জানায়, রেলওয়ের একজন বড় কর্মকর্তা আগামী ৬ মে পাকশী রেল বিভাগ পরিদর্শনে আসছেন। বড় কর্মকর্তার আগমনকে ঘিরে বিভাগীয় কর্মকর্তারা তৎপর হয়ে উঠেছেন। তবে অভিযানটি তাদের নিজস্ব কর্মসূচি। সু

পাকশী বিভাগীয় রেলওয়ে ভূসম্পত্তি কর্মকর্তা (ডিইও) মোস্তাক আহমেদ জানান, নিয়মিত অভিযানের অংশ হিসেবে উচ্ছেদ অভিযান শুরু করা হয়েছে। ৪ মে পর্যন্ত এই অভিযান চলবে।

ঈশ্বরদী রেলওয়ে জিআরপি থানা পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) হুমায়ুন কবির জানান, রেলের জায়গায় অবৈধ ভাবে গড়ে উঠা স্থাপনা উচ্ছেদ অভিযান শুরু হয়েছে। আইনশৃংখলা রক্ষায় উচ্ছেদ অভিযানে জিআরপি ও বেঙ্গল থানার পুলিশ, আনসার ও নিরাপত্তা বাহিনীর সদস্যরা দায়িত্ব পালন করছেন।

এমএএস/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।