ফারুকী হত্যার প্রতিবাদে চট্টগ্রামে বিক্ষোভ, ফাঁকা গুলি


প্রকাশিত: ০৫:২৬ এএম, ২৮ আগস্ট ২০১৪

বেসরকারি টেলিভিশন চ্যানেল আইয়ের ধর্মীয় অনুষ্ঠানের উপস্থাপক ও আলোচক শাইখ নূরুল ইসলাম ফারুকী হত্যার প্রতিবাদে চট্টগ্রামে ব্যাপক বিক্ষোভ হয়েছে। এ সময় বিক্ষোভকারীদের সঙ্গে পুলিশের তুমুল সংঘর্ষ হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ ফাঁকা গুলি চালায়।

চট্টগ্রাম অফিস জানিয়েছে, খুনের খবর ছড়িয়ে পড়ার সাথে সাথে বিক্ষোভে ফেটে পড়েন সুন্নিপন্থী মাদ্রাসার শিক্ষার্থীরা। বুধবার রাত সাড়ে ১০টার দিকে নগরীর পাঁচলাইশ থানার মুরাদপুর এলাকায় রাস্তায় নেমে বিক্ষোভ মিছিল শুরু করেন তার সমর্থকরা।

সিএমপির (চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ) উপ-পুলিশ কমিশনার (উত্তর) হারুন রশীদ হাজারী বলেন, ঢাকায় নূরুল ইসলাম ফারুকীকে হত্যার প্রতিবাদে আচমকা মিছিল বের করেন মাদ্রাসার শিক্ষার্থীরা। এ সময় তারা বেশকিছু গাড়ি ভাংচুর করেন। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।

সিএমপির পাঁচলাইশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি তদন্ত) গিয়াস উদ্দিন বলেন, রাত সাড়ে ১০টার দিকে মুরাদপুর এলাকায় রাস্তায় নেমে বিক্ষোভ মিছিল শুরু করেন কিছু লোক। কিছু বুঝে ওঠার আগেই তারা গাড়ি ভাঙচুরও করেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ ফাঁকা গুলি চালায়। কোনো ধরনের নাশকতা এড়াতে বিপুলসংখ্যক পুলিশ মোতায়েন করা হয়েছে। তবে এখনও কাউকে গ্রেফতার করা হয়নি বলে জানান তিনি।

উল্লেখ্য, বুধবার রাত সোয়া ৯টায় রাজধানীর শেরে বাংলা নগর থানাধীন পূর্ব রাজাবাজরের নিজ বাসায় শাইখ নূরুল ইসলাম ফারুকীকে গলা কেটে হত্যা করে দুর্বৃত্তরা।

তিনি চ্যানেল আইয়ের ‘কাফেলা’ অনুষ্ঠানের উপস্থাপক ও মাই টিভিতে ‘সত্যের সন্ধান’সহ আরও কয়েকটি বেসরকারি চ্যানেলে ধর্মীয় অনুষ্ঠানের আলোচক বা উপস্থাপক ছিলেন। এ ছাড়া হাইকোর্ট মসজিদের খতিব ছিলেন নূরুল ইসলাম ফারুকী।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।