টস জিতে ফিল্ডিং করছে কলকাতা


প্রকাশিত: ০৩:৪২ পিএম, ২৮ এপ্রিল ২০১৫

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) ২৮তম ম্যাচে চেন্নাই সুপার কিংসের (সিএসকে) বিপক্ষে টসে জিতে ফিল্ডিংয়ে নেমেছে কলকাতা নাইট রাউডার্স (কেকেআর)। চেন্নাইয়ের এমএ চিদাম্বরম স্টেডিয়ামে খেলাটি শুরু হয়েছে।

এ দিকে সুনীল নারিনকে ছাড়াই চেন্নাই সুপার কিংসের বিরুদ্ধে মাঠে নামছে কলকাতা নাইট রাইডার্স। আগের ম্যাচেই বোলিং অ্যাকশন নিয়ে সতর্কিত হন নাইটদের ক্যারিবিয়ান অফ-স্পিনার।

আর একবার সতর্কিত হলেই আইপিএল এইট থেকে নির্বাসিত হবেন নারিন। তাই শ্রীনিবাসনের ভূমিতে কোনো রকম ঝুঁকি নিতে চায়নি কেকেআর টিম ম্যানেজমেন্ট। নারিনের পরিবর্তে দলে এসেছেন বাঁ-হাতি ব্র্যাড হগ।

কেকেআর দলে এদিন আরও দু’টি পরিবর্তন। মর্নি মর্কেলের পরিবর্ত প্যাট কামিন্স এবং যোয়ান বোথার পরিবর্তে দলে এসেছেন রায়ান টেন ডোস্ক্যাটে।

কেকেআর : গৌতম গম্ভীর (অধিনায়ক), রবীন উথাপ্পা, মণীশ পাণ্ডে, সূর্যকুমার যাদব, আন্দ্রে রাসেল, ইউসুফ পাঠান, রায়ান টেন ডোস্ক্যাটে, উমেশ যাদব, প্যাট কামিন্স, পীযুষ চাওলা ও ব্র্যাড হগ

সিএসকে : মহেন্দর সিং ধোনি (অধিনায়ক), সুরেশ রায়না, ব্রেন্ডন ম্যাকালাম, ডোয়েন স্মিথ, রবীন্দ্র জাদেজা, ফ্যাফ ডু’প্লেসিস, ডোয়েন ব্র্যাভো, রবিচন্দ্রন অশ্বিন, মোহিত শর্মা, ঈশ্বর পাণ্ডে এবং আশিস নেহেরা।

বিএ/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।