হাজিরা দিতে পারবেন না ‘অসুস্থ’ মুসা


প্রকাশিত: ০২:৪৭ পিএম, ১৯ এপ্রিল ২০১৭
ফাইল ছবি

শারীরিক ‘অসুস্থতার’ কারণে শুল্ক গোয়েন্দার কার্যালয়ে সশরীরে উপস্থিত না হওয়ার আর্জি জানিয়েছেন ধনকুবের প্রিন্স মুসা বিন শমসের। বুধবার শুল্ক গোয়েন্দা তদন্ত অধিদফতরের মহাপরিচালক ড. মইনুল খান বরাবর এ বিষয়ে একটি চিঠি দেন মুসা।application

সশরীরে উপস্থিত হওয়ার জন্য মহাপরিচালকের কাছে তিন মাসের সময় চেয়েছেন তিনি। চিঠির অনুলিপি পাঠিয়েছেন অধিদফতরের সহকারী পরিচালক ও তদন্ত কর্মকর্তাকে।

এ বিষয়ে অধিদফতরের ডিজি ড. মইনুল খান জাগো নিউজকে জানান, মুসা বিন শমসের আমাদের কাছে রোগে আক্রান্ত হওয়ার কথা জানিয়েছেন। সঙ্গে ডাক্তারি সার্টিফিকেট পাঠিয়েছেন। আমরা ডাক্তারের দেয়া সার্টিফিকেটগুলো যাচাই-বাছাই করছি। এরপরই সময় বাড়ানোর বিষয়ে সিদ্ধান্ত জানানো হবে।

উল্লেখ্য, গত ২১ মার্চ গুলশান-২ এর রোড নম্বর ১০৪, হাউস ৮ এর বাড়িতে অভিযান চালিয়ে রেঞ্জ রোভার গাড়ি আটক করে শুল্ক গোয়েন্দারা। সরকারের প্রায় আড়াই কোটি টাকা শুল্ককর ফাঁকি দিয়ে তিনি গাড়িটি ব্যবহার করছিলেন। শুল্ক ফাঁকি ও মানি লন্ডারিং সংক্রান্ত তদন্তের সূত্রে বৃহস্পতিবার শুল্ক গোয়েন্দা দফতরে হাজির হওয়ার কথা মুসার।

এআর/এএইচ/ওআর/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।