ভোট বর্জন সমাধান হতে পারে না : বার্নিকাট


প্রকাশিত: ০৮:৩৮ এএম, ২৮ এপ্রিল ২০১৫

ভোট বর্জন কোন সমাধান হতে পারে না  বলে জানিয়েছেন ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত মার্শা ব্লুম বার্নিকাট। মঙ্গলবার দুপুরে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনে বনানী বিদ্যানিকেতন স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্র পরিদর্শন শেষে উপস্থিত সাংবাদিকদের কাছে তিনি কথা জানান।

তবে সিটি নির্বাচন পরিস্থিতি নিয়ে তিনি হতাশা প্রকাশ করেছেন। বার্নিকাট ওই কেন্দ্রে ৪০ মিনিট অবস্থান করে ভোটগ্রহণ প্রত্যক্ষ করেন। এসময় পুরুষ বুথে সরকারি দল সমর্থিত প্রার্থীদের এজেন্ট ছাড়া অন্য কোনো এজেন্ট ছিল না।

মার্কিন রাষ্ট্রদূত বলেন, ভোট বর্জন কোন সমাধান হতে পারে না। নির্বাচন ব্যবস্থা নিয়ে যদি কোনো অভিযোগ থাকে তাহলে তা নির্বাচন কমিশনে জানানো যেতে পারে।
 
তিনি আরো বলেন, জনগণের ভোটারাধিকার নিশ্চিত করার দায়িত্ব সরকারের, এটাই গণতান্ত্রিক ব্যবস্থা।

এএইচ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।