ফলাফল যাই হোক আওয়ামী লীগ মেনে নেবে : প্রধানমন্ত্রী


প্রকাশিত: ০৭:৫৮ এএম, ২৮ এপ্রিল ২০১৫

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, তিন সিটি কর্পোরেশনের নির্বাচনের ফলাফল যাই হোক না কেন, আওয়ামী লীগ তা মেনে নেবে। তিনি বলেন, ‘আমরা জনগণের জন্য রাজনীতি করি এবং তিন সিটি কর্পোরেশনের নির্বাচনে জনগণের রায় আমরা অবশ্যই মেনে নেব।’ মঙ্গরবার সকালে রাজধানীর ধানমন্ডিতে ঢাকা সিটি কলেজ কেন্দ্রে ভোট দেয়ার পর সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ কথা বলেন প্রধানমন্ত্রী।

কয়েক বছর আগে অনুষ্ঠিত পাঁচ সিটি কর্পোরেশনের নির্বাচনের কথা উল্লেখ করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, তার দল নির্বাচনের ফলাফল মেনে নিয়েছিল। ওই নির্বাচনে আওয়ামী লীগ সমর্থিত প্রার্থীরা পরাজিত হয়েছিলেন। তিনি বলেন, ‘জনগণ তাদের পছন্দ অনুযায়ী ভোট দেবেন। এ ব্যাপারে আমার কিছু বলার নেই।’

শেখ হাসিনা আশা প্রকাশ করেছেন যে, তার দলের সমর্থিত প্রার্থীরা তিন সিটি কর্পোরেশন নির্বাচনে জয়ী হবেন। তিনি ‘ইলিশ’, ‘ঘুড়ি’ ও ‘পানপাতা’ প্রতীকে ভোট দিয়েছেন উল্লেখ করে বলেন, ‘আমাদের সমর্থিত প্রার্থীরা অর্থাৎ আমি যাদেরকে ভোট দিয়েছি তারা বিজয়ী হবেন বলে আমি আশা করছি।’

নির্বাচনে বিএনপি প্রার্থীরা পরাজিত হলে তারা ফের আন্দোলনে নামবে বলে বিএনপির হুমকি সংক্রান্ত এক প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী বিএনপির এই ধরনের অবস্থানের সমালোচনা করেন।

তিনি বলেন, ‘তার মানে হচ্ছে যে, বিএনপি জনগণের মতামতকে গুরুত্ব দেয় না। তারা নির্বাচনের ফলাফল মেনে নেবে না। কারণ, জনগণের রায়ের প্রতি তারা শ্রদ্ধাশীল নয়।’

বিএ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।