কমে যাচ্ছে ভোটারদের উপস্থিতি


প্রকাশিত: ০৭:০০ এএম, ২৮ এপ্রিল ২০১৫

সিটি কর্পোরেশন নির্বাচন থেকে বিএনপির সরে দাঁড়ানোর ঘোষণার পর থেকে ভোটকেন্দ্রগুলোয় ভোটারদের উপস্থিতি কম লক্ষ্য করা গেছে। মঙ্গলবার দুপুরে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলন করে দলের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে নির্বাচন বর্জনের ঘোষণা দেন ব্যারিস্টার মওদুদ আহমদ।

তিনি বলেন, আমরা আশা করেছিলাম একটা শান্তিরপূর্ণ নির্বাচন অনুষ্ঠিত হবে। কিন্তু আমাদের ভোট কেন্দ্রে ঢুকতেই দেয়া হয়নি। তিনি বলেন, সরকারের ইচ্ছা পূরণ করতেই র্যাব, পুলিশ, নির্বাচন কমিশন (ইসি) আমাদের ওপর নির্যাতন চালিয়েছে। আমাদের এজেন্টদের বের করে দিয়েছেন।

এ সময় আরও উপস্থিত ছিলেন ঢাকা সিটি কর্পোরেশনের উত্তরের মেয়র প্রার্থী তাবিথ আউয়াল, দক্ষিণের মেয়র প্রার্থী সির্জা আব্বাসের স্ত্রী আফরোজা আব্বাস, এমাজ উদ্দিন আহমেদ।

বিএ/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।