ওয়াটার পার্কে সিসিটিভির নজরদারির ঘটনায় গ্রেফতার ৯


প্রকাশিত: ০৬:১৩ এএম, ২৮ এপ্রিল ২০১৫

অ্যাকোয়াটিকা ওয়াটার পার্কে সিসিটিভি নজরদারির ঘটনায় ম্যানেজারসহ মোট ৯ জনকে গ্রেফতার করেছে পুলিশ। রোববার ম্যানেজার ও এক ব্যক্তিকে গ্রেফতার করার পর নতুন করে এই ঘটনায় জড়িত সন্দেহে আরও সাত জনকে গ্রেফতার করা হয়েছে।

একই সঙ্গে অ্যাকোয়াটিকা থেকে আটক করা হয়েছে বেশ কয়েকটি হার্ড ডিস্কও। গোয়ার পরে এবার কলকাতার ওয়াটার পার্কে ঘটেছে নারীদের উপর ক্যামেরার নজরদারির ঘটনা।

উল্লেখ্য, রোববার বিকেলে কলকাতার অ্যাকোয়াটিকা বিনোদন পার্কের স্নানঘরে কয়েকজন নারীর নজরে পড়ে সিসিটিভির ক্যামেরা। নারীদের অভিযোগ, প্রতি সপ্তাহের রোববার তারা এখানে খানিক বিনোদনের জন্য আসেন। কিন্তু এই ঘটনার পর থেকে অ্যাকোয়াটিকায় নারীদের নিরাপত্তা কতটা, প্রশ্ন তুলছেন অনেকেই।

এদিকে অভিযুক্ত নারী ওই সময় মদ্যপান অবস্থায় ছিলেন বলে দাবি করেছেন অ্যাকোয়াটিকা কর্তৃপক্ষ। তারা বলেছেন, ওই নারী অভিযোগ এড়াতে এই নাটক করছেন।

একে/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।