বনানীতে ভোট কেন্দ্র পরিদর্শন করলেন বৃটিশ হাইকমিশনার


প্রকাশিত: ০৫:২০ এএম, ২৮ এপ্রিল ২০১৫

ঢাকাস্থ যুক্তরাজ্যের হাইকমিশনার রবার্ট গিবসন বনানী বিদ্যানিকেতন স্কুল অ্যান্ড কলেজ ভোটকেন্দ্র পরিদর্শন করেছেন। মঙ্গলবার সকাল সকাল ৮টা ৪৫ মিনিটে তিনি এ ভোট কেন্দ্র পরিদর্শন করেন।

হাইকমিশনার ভোটকেন্দ্রের বিভিন্ন কক্ষ ঘুরে ঘুরে দেখেন এবং কেন্দ্র পরিচালনার সঙ্গে দায়িত্বে নিয়োজিত পুলিং অফিসার ও এজেন্টদের সঙ্গে কথাবার্তা বলেন।

কেন্দ্র থেকে বের হয়ে সাংবাদিকদের তিনি জানান, ‘কোথাও কোনো অঘটনের সংবাদ পাইনি। কোথাও কোনো সহিংসতা দেখিনি। কারো কেনো অভিযোগ থাকলে নির্বাচন কর্মকর্তা দেখাশোনা করবেন।’

নির্বাচনে চলমান পরিস্থিতি সম্পর্কে আপনি সন্তুষ্ট কি-না এ প্রশ্নের জবাবে গিবসন বলেন, কোথাও কোনো অনিয়ম দেখা যায়নি।

একে/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।