সরকারি গাছ কাটা নিয়ে প্রাণ গেল তিন জনের
যশোরের বেনাপোল পোর্ট থানার সীমান্তবর্তী রঘুনাথপুর গ্রামে গাছ কাটাকে কেন্দ্র করে সংঘর্ষে আহত আজগর আলী নামে আরও এক জনের মৃত্যু হয়েছে। আজগার আলী (৫৮) রঘুনাথপুর গ্রামের মৃত তছিপ মোড়লের ছেলে। এই নিয়ে মৃতের সংখ্যা দাঁড়ালো ৩ জনে।
২৪ এপ্রিল শুক্রবার সকালে রাস্তার পাশে সরকারি গাছ কাটাকে কেন্দ্র করে সংঘর্ষে গুরুতর আহত আজগর আলীকে আশঙ্কাজনক অবস্থায় প্রথমে যশোর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে তার অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেয়া হয়।
আজগরের স্বজনরা জানান, ঢাকাতে ডাক্তাররা তাকে ক্লিনিক্যাল ডেড ঘোষণা করেন। ৩ দিন সেখানে থাকার পর সোমবার সকালে তাকে অ্যাম্বুলেন্সে করে নিয়ে আসার পথে বিকেল সাড়ে ৫টার দিকে যশোরের খাজুরা নামক স্থানে মৃত্যুবরণ করেন।
২৪ এপ্রিল সকালে এ ঘটনায় আহত হন ৭ জন। হাসপাতালে নেয়ার পথে মারা যান বিএনপি নেতা ও সাবেক ইউপি সদস্য আব্দুল্লাহ। শামছুর রহমান বুদো নামের আর একজন যশোর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তির পর মারা যান। এখনো হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন নিহত আব্দুল্লাহের ছেলে সুমন (১৮), জামাই নাজমুল (২২), নিহত বুদোর নাতি আব্দুল্লাহ (১৮) ও হাফিজুর (৫২)। আহতদের মধ্যে হাফিজুরের অবস্থাও আশঙ্কাজনক।
বেনাপোল পোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অপূর্ব হাসান জাগো নিউজকে আজগার আলীর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, এ ঘটনায় ৩ জন নিহত হয়েছেন। ঘটনার দিন রাতে নিহতের ভাই আব্দুল খালেক বাদী হয়ে ৭ জনকে আসামি করে পোর্ট থানায় মামলা দায়ের করেছেন। এজাহারভুক্ত ২ জন আসামিকে আটক করা হয়েছে।
এমজেড/আরআই