সৌদির সঙ্গে গৃহপরিচারিকা সংক্রান্ত চুক্তি অনুমোদন


প্রকাশিত: ০২:৪৩ পিএম, ২৭ এপ্রিল ২০১৫

অভিবাসী শ্রমিকদের অধিকার রক্ষার লক্ষ্যে ‘ডোমেস্টিক সার্ভিস ওয়ার্কার্স’ এবং ‘স্ট্যান্ডার্ড এমপ্লয়মেন্ট কন্ট্যাক্ট’ শীর্ষক চুক্তি অনুমোদন করেছে মন্ত্রিসভা। সোমবার প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে সচিবালয়ে অনুষ্ঠিত মন্ত্রিসভার নিয়মিত সাপ্তাহিক বৈঠকে এ অনুমোদন দেয়া হয়।

বৈঠক শেষে মন্ত্রিপরিষদ সচিব এম. মোশাররাফ হোসেন ভুঁইয়া বলেন, মন্ত্রিসভা ওই চুক্তির এবং নিয়োগ সংক্রান্ত চুক্তির ঘটনোত্তর অনুমোদন দিয়েছে। দুই দেশের মধ্যে ইতোমধ্যে চুক্তি দুটি স্বাক্ষরিত হয়েছে।

চুক্তি অনুসারে, সৌদি আরব বাংলাদেশ থেকে গৃহকর্মী নেবে এবং ‘স্ট্যান্ডার্ড এমপ্লয়মেন্ট কনট্যাক্ট’ কর্মীদের জন্য অনুকূল কর্মপরিবেশ, বেতন-ভাতা ও নিরাপত্তা নিশ্চিত করবে। মন্ত্রিসভার সদস্য, বিভিন্ন মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত প্রতিমন্ত্রী এবং সংশ্লিষ্ট সচিবরা বৈঠকে উপস্থিত ছিলেন।

এছাড়াও মন্ত্রিসভা কুমিল্লার কোটবাড়িতে প্রতিষ্ঠিত দেশের অন্যতম পথিকৃত গবেষণা ও প্রশিক্ষণ প্রতিষ্ঠান বাংলাদেশ পল্লী উন্নয়ন একাডেমি (বার্ড) পরিচালনার লক্ষ্যে ‘পল্লী উন্নয়ন একাডেমি অর্ডিন্যান্স ১৯৮৬`-এর সংশোধিত ও হালনাগাদকৃত বাংলা সংস্করণ ‘বাংলাদেশ পল্লী উন্নয়ন একাডেমি আইন, ২০১৫’ এর খসড়ার চূড়ান্ত অনুমোদন করেছে।

মন্ত্রিপরিষদ সচিব বলেন, উচ্চ আদালত বিগত দুইটি সামরিক শাসনের মেয়াদকালে গৃহিত সকল আইনের সঙ্গে ‘পল্লী উন্নয়ন একাডেমি অর্ডিন্যান্স ১৯৮৬` অকার্যকর ঘোষণা করায় নতুন আইন প্রণয়ন করার প্রয়োজন দেখা দিয়েছে।

নতুন আইন অনুসারে, ‘বার্ড’ একটি স্বায়ত্ত্বশাসিত প্রতিষ্ঠান হিসেবে কাজ করবে এবং বিভিন্ন মন্ত্রণালয় ও অধিদপ্তর বা বিভাগের প্রতিনিধিদের সমন্বয়ে ১৮ সদস্যের একটি পরিচালনা পর্ষদ থাকবে। স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী বা প্রতিমন্ত্রী অথবা উপমন্ত্রী ওই পরিচালনা পর্ষদের সভাপতি হবেন। পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগের সচিব সহ-সভাপতির দায়িত্ব পালন করবেন। ‘বার্ড’ মহাপরিচালক এই একাডেমির প্রধান নির্বাহী হবেন এবং পরিচালনা পর্ষদের সদস্য সচিব হিসেবে দায়িত্ব পালন করবেন।

সভায় এছাড়াও গত ২২ ও ২৩ এপ্রিল অনুষ্ঠিত এশিয়া-আফ্রিকা সম্মেলনে যোগদানের জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে ইন্দোনেশিয়ায় বাংলাদেশ প্রতিনিধিদলের সফর সম্পর্কে অবহিত করা হয়।

একে/আরআই

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।