অবৈধ রাস্তা পারাপার বন্ধে রাজধানীতে অভিযান


প্রকাশিত: ০৬:৫৩ এএম, ১৭ এপ্রিল ২০১৭
ফাইল ছবি

রাজধানীর ব্যস্ততম এলাকা কারওয়ান বাজারে অবৈধভাবে রাস্তা পারাপার বন্ধে ও আন্ডারপাস ব্যবহারে পথচারীদের উদ্বুদ্ধ করতে অভিযান শুরু করেছে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) ট্রাফিক বিভাগ।

সোমবার দুপুর ১২টা থেকে অভিযান শুরু করে ডিএমপির ট্রাফিক পশ্চিম বিভাগ। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করছেন ডিএমপি নির্বাহী ম্যাজিস্ট্রেট মশিউর রহমান।

বিষয়টি নিশ্চিত করে তিনি বলেন, যানচলাকালীন ঝুঁকি নিয়ে অবৈধভাবে ও অবাধে রাস্তা পারাপার বন্ধে এবং জনগণকে আন্ডারপাস ব্যবহারে সচেতন ও উদ্বুদ্ধ করার লক্ষ্যে আমাদের এ অভিযান। ট্রাফিক আইন সর্ম্পকে জনগণকে সচেতন করার লক্ষ্যেই আমাদের এই উদ্যোগ।

জেইউ/জেডএ/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।