বাংলাদেশ থেকে চিকিৎসক নিতে আগ্রহী রাশিয়া


প্রকাশিত: ১১:৩৬ এএম, ১৬ এপ্রিল ২০১৭
ছবি: পররাষ্ট্র মন্ত্রণালয়

বাংলাদেশ থেকে দক্ষ জনশক্তি বিশেষ করে চিকিৎসক নেয়ার আগ্রহ প্রকাশ করেছেন রাশিয়ার লেলিনগ্রাদের গভর্নর অবলাস্ট আলেকসান্দর দ্রজদেনকো।

রোববার পররাষ্ট্র মন্ত্রণালয় বিষয়টি জানিয়েছে। এর আগে স্থানীয় সময় শনিবার রাশিয়ার সেন্ট পিটার্সবার্গের গভর্নর ম্যানশনে পররাষ্ট্রমন্ত্রী এএইচ মাহমুদ আলীর সঙ্গে বৈঠককালে অবলাস্ট এ আগ্রহের কথা জানান।

বৈঠকে পররাষ্ট্রমন্ত্রী বলেন, বাংলাদেশ ইউরোপের বিভিন্ন দেশে নানা ধরনের পণ্য যেমন ফার্মাসিউটিক্যালস, সমুদ্রগামী জাহাজ, চামড়াজাত পণ্য, চা বিশেষ করে জৈবিক চা, আলু এবং সুগন্ধি চাল রফতানি করে। যা ইউরোপীয় দেশগুলোতে বেশ জনপ্রিয়। রাশিয়াতেও এসব রফতানির উজ্জ্বল সম্ভাবনা রয়েছে।

বৈঠকে উভয়পক্ষের মধ্যে যৌথভাবে জাহাজ নির্মাণ শিল্পসহ মাঝারি ধরনের ফিশিং ট্রলার নির্মাণ বিষয়ে আলোচনা হয়েছে।

জেপি/এমএমএ/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।