নেপালগামী ত্রাণবাহী বিমান বাংলাদেশে অবতরণ করতে পারবে


প্রকাশিত: ০৮:৫৮ এএম, ২৭ এপ্রিল ২০১৫

ভূমিকম্প বিধ্বস্ত নেপালে বিদেশি কোনো ত্রাণবাহী উড়োজাহাজ বা হেলিকপ্টার ল্যান্ড করতে না পারলে বাংলাদেশের বিমানবন্দর ব্যবহার করতে পারবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সোমবার সচিবালয়ে অনুষ্ঠিত মন্ত্রিসভার নিয়মিত বৈঠকে এক অনির্ধিারিত আলোচনায় প্রধানমন্ত্রী এ কথা জানান।

মন্ত্রিসভার ওই আলোচনায় বলা হয়, বাংলাদেশের সৈয়দপুর বিমানবন্দর, ঢাকার পুরান এয়ারপোর্ট এবং লালমনিরহাটের হেলিপ্যাড ব্যবহার করতে পারবে নেপালগামী ত্রাণবাহী উড়োজাহাজ বা হেলিকপ্টারগুলো।

মন্ত্রিসভায় পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম ভূমিকম্পে বিধ্বস্ত নেপালে ত্রাণবাহী উড়োজাহাজ নামতে সমস্যা হচ্ছে বিষয়টি জানালে প্রধানমন্ত্রী বলেন, বিদেশিদের ত্রাণবাহী বিমান নেপালে নামতে না পারলে বাংলাদেশকে তারা ট্রানজিট হিসেবে ব্যবহার করতে পারবে।

প্রসঙ্গত, শনিবার স্থানীয় সময় বেলা ১১টা ৪১ মিনিটে রাজধানী কাঠমান্ডুসহ নেপালের বিভিন্ন স্থানে ৭.৯ মাত্রার একটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হানে। এ ঘটনায় এখন পর্যন্ত প্রায় ৩২০০ জনের মৃতদেহ উদ্ধার করা হয়েছে। নিখোঁজ রয়েছেন আরও কয়েক হাজার।

বিএ/আরআই

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।