মুক্তিযুদ্ধ জাদুঘরের উদ্বোধন রোববার


প্রকাশিত: ০৬:০৪ পিএম, ১৫ এপ্রিল ২০১৭

ঢাকাস্থ শেরেবাংলা নগরের আগারগাঁওয়ে নবনির্মিত মুক্তিযুদ্ধ জাদুঘর ভবনের উদ্বোধন হবে রোববার। এদিন সকাল সাড়ে ১০টায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যোগদান করবেন।

মহান মুক্তিযুদ্ধে শহীদদের স্মৃতি তুলে ধরতে ও মুুক্তিযুদ্ধের ইতিহাস নতুন প্রজন্মের মাঝে ছড়িয়ে দিতে রাজধানীর আগারগাঁওয়ে নির্মিত হয়েছে মুক্তিযুদ্ধ জাদুঘরের নিজস্ব ভবন। প্রায় এক’শ কোটি টাকা ব্যয়ে নির্মিত এই ভবনে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করতে যাচ্ছে রোববার থেকে।

মুক্তিযুদ্ধ জাদুঘরের ট্রাস্টি ও হেড অব ডিজাইন (ডিসপ্লে) মফিদুল হক বলেন, আনুষ্ঠানিক উদ্বোধনের জন্য মুক্তিযুদ্ধ জাদুঘরের সব কিছু প্রস্তুত করা হয়েছে। উদ্বোধনীর পর এটি খুলে দেয়া  হবে সর্বসাধারণের জন্য। রাজধানীর সেগুনবাগিচায় একটি ভাড়া বাসায় মুক্তিযুদ্ধ জাদুঘরের যাত্রা শুরু হয় ১৯৯৬ সালে। তখন সামনের পথরেখা আমাদের জানা ছিল না। যেমন মুক্তিযুদ্ধে যখন বাঙালি ঝাঁপিয়ে পড়েছিল তখন কেউ জানত না সামনে কী ঘটবে। দিনে দিনে নানা চড়াই-উতরাই পেরিয়ে মুক্তিযুদ্ধ জাদুঘর পরিণত হয়েছে মুক্তিযুদ্ধের ইতিহাস ও গবেষণার অন্যতম প্রতিষ্ঠানে। সেই প্রাণের প্রতিষ্ঠানটি এখন নিজস্ব  ভবনে আসছে। আমরা মনে করি, মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী সবার জন্য এটি একটি আনন্দের খবর।

এফএইচএস/এআরএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।